সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইউপি নির্বাচনে -উখিয়ায় বড় দুই দলেএকাধিক সম্ভাব্য প্রার্থী

ইউপি নির্বাচনে -উখিয়ায় বড় দুই দলেএকাধিক সম্ভাব্য প্রার্থী

Election - 8 (a)হুমায়ুন কবির জুশান; উখিয়া :

উখিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বড় দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তারা মনোনয়ন পেতে দলীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এ ইউনিয়নে যোগ্যতা সম্পন্ন একাধিক প্রার্থী থাকলেও মাদার তেরেসা স্বর্ণ-পদকপ্রাপ্ত ৫ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান সাবেক সাংসদ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ছোট ভাই শাহ কামাল চৌধুরীর প্রার্থীতা অনেকটা চুড়ান্ত বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, কক্সবাজার জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, বর্তমান চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী) এবং জামায়াতের চুড়ান্ত প্রার্থী হিসেবে মাওলানা আবুল ফজল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। হলদিয়াপালং ইউনিয়নে আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সফল সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া চৌধুরীর ছেলে মাহবুব আলম চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদার, শামশুল আলম বাবুল, সাবেক মেম্বার সাইফুল্লাহ সিকদার ও অ্যাডভোকেট আবদুর রহিম।

জালিয়াপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ছৈয়দ আলম ও কায়সার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন জুয়েল, কক্সবাজার জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার আহমদ ও বর্তমান চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্ত মেনে সবাই একসঙ্গে কাজ করবেন।

উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন জানান, কেন্দ্রের নির্দেশনা যেভাবে আসবে তার ওপর ভিত্তি করে নির্বাচনে অংশ গ্রহণ করা ও একক প্রার্থী নির্ধারণের বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/