সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদে মহিলা মেম্বারের বিরুদ্ধে গর্ভবতী ভাতা থেকে টাকা কর্তনের অভিযোগ

ইসলামাবাদে মহিলা মেম্বারের বিরুদ্ধে গর্ভবতী ভাতা থেকে টাকা কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে এক মহিলা মেম্বারের বিরুদ্ধে গর্ভবতী ভাতা থেকে টাকা কর্তন করার অভিযোগ উঠেছে।

জানা যায়, ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা “স” অদ্যাক্ষরের এক মহিলা মেম্বার গর্ভবতী ভাতা থেকে উক্ত মহিলাদের কাছ হতে টাকা কর্তন করে রাখার খবর পাওয়া গেছে। গত ১৩ জুলাই ঈদগাঁও কৃষি ব্যাংকে গর্ভবতী ভাতা তুলতে আসে মহিলারা। এ সময় জনৈক মহিলা মেম্বার ভাতা তুলতে আসা মহিলাদেরকে চাপ প্রয়োগ টাকা দেওয়ার জন্য। কিন্তু অনেকে টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে ভাতা থেকে ৫শত কিংবা ১ হাজার টাকা করে কেটে রেখে দেয়।

এ ব্যপারে ইউনিয়নের টেকপাড়ার জামাল হোছেনের স্ত্রী তসলিমা এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান- ওই মহিলা মেম্বারকে তিন দফা করে ১৪২০ টাকা দেন তসলিমা। পরবর্তীতে ব্যাংকে টাকা তুলতে গেলে সেখান থেকেও ৫শত টাকা কর্তন করে রেখে দেন বলে জানান। এভাবে আরো বেশ কিছু মহিলার কাছ থেকে গর্ভবতী ভাতায় টাকা নিয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নূর ছিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি- ভাতা পাওয়া গর্ভবতী মহিলাদের কাছ থেকে উক্ত মেম্বার টাকা নেওয়া সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/