সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও বাজারে অবশেষে স্থাপিত হচ্ছে নলকূপ ও শৌচাগার

ঈদগাঁও বাজারে অবশেষে স্থাপিত হচ্ছে নলকূপ ও শৌচাগার

ঈদগাঁও বাজারে অবশেষে স্থাপিত হচ্ছে নলকূপ ও শৌচাগার

ঈদগাঁও বাজারে অবশেষে স্থাপিত হচ্ছে নলকূপ ও শৌচাগার

এম আবুহেনা সাগর, ঈদগাঁও:

ঈদগাঁও বাজারে অবশেষে ৫টি গভীর নলকূপ ও ৫টি গণশৌচাগার বাস্তবায়িত হচ্ছে। বাজারে আগত দূর-দূরান্তের লোকজন ও বাজারবাসীর সুবিধার্থে রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বরাদ্দে উক্ত প্রকল্প বাস্তবায়িত হবে। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে এ প্রকল্পগুলো আলোর মুখ দেখবে। তবে নলকূপ ও গণশৌচাগারের যথাযথ ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।

প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বাজারের বিভিন্ন পয়েন্টে ৫টি গভীর নলকূপ ও ৫টি গণশৌচাগার স্থাপনের জন্য আর্থিক বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন। বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ১৯ অক্টোবর রামুস্থ সাংসদের নিজ বাসভবনে বাজারের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় ও তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি ব্যবসায়ী নেতাদের এ আশ্বাস দেন। সাংসদ কমল- সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার স্বার্থে কয়েকটি উপকমিটি গঠনের পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে ২১ অক্টোবর বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের জরুরী সভা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে মরিচ বাজারস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মো. রশিদ এমইউপির কোরআন তিলাওয়াতে শুরু হওয়া সভায় কার্যবিবরণী পাঠ করেন বজল আহমদ। সভায় ৪টি উপকমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলো হচ্ছে অর্থ উপকমিটি, পরিচ্ছন্নতা কমিটি, যানজট নিরসন কমিটি ও প্রশাসনিক যোগাযোগ কমিটি। এদিকে বাজারের ৫টি পয়েন্টে নলকূপ ও শৌচাগার স্থাপন করা হবে। কার্যবিবরণীতে আরো উল্লেখ করা হয়, সাংসদ ঈদগাঁও বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ড্রেনেজ ব্যবস্থার ডিজিটাল সার্ভের জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান দেয়ার প্রতিশ্রতি দিয়েছেন।

তবে এ অনুদান প্রাপ্তি সময়সাপেক্ষ হওয়ায় পরিচালনা পরিষদের সদস্যদের ঋণে ৫০ হাজার টাকা তহবিল গঠন করে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। এসব বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য মাষ্টার নুরুল আজিম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। এদিকে বাজারের সচেতন লোকজনের মতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাজারবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ ও তাদের ভোগান্তি লাঘব হবে।

জেলার দ্বিতীয় বৃহত্তম এ বাজার দীর্ঘদিন ধরে অবহেলিত। গভীর নলকূপ ও গণশৌচাগারের সার্বিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকলে তা বাজারবাসীর উপকারের পরিবর্তে অপকার ডেকে আনবে বলে জানান বাজারে আসা লোকজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/