সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে দুটি লাইব্রেরীতে অভিযান : গাইড জব্দ

ঈদগাঁও বাজারে দুটি লাইব্রেরীতে অভিযান : গাইড জব্দ

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে দীর্ঘদিন ধরে অসাধু পন্থায় বিক্রি করে আসা সৃজনশীল লেকচারের সহায়ক বই জব্দ করেছে পুলিশ ও কোম্পানির পাইরেসি টিম। ১ ফেব্রুয়ারী বিকালের দিকে বাজারে অবস্থিত বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালায় সংশ্লিষ্টরা। এ সময় লেকচার পাবলিকেশন লিমিটেডের লোগো ও নাম জাল করে ছাপানো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গাইড বই জব্দ করা হয়। জব্দকৃত গাইড বইয়ের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে বলে জানান পাইরেসি বিভাগের প্রধান মারুফ হোসাইন।

তার মতে, অসাধু একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে লেকচার পাবলিকেসের নাম, লোগো জাল করে বিভিন্ন শ্রেণীর গাইড বই বাজারজাত করে আসছিল। অনুরূপ ভাবে ঈদগাঁও বাজারের কয়েকটি লাইব্রেরিতে একই পন্থায় গাইড বই বিক্রির গোপন সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাজারের প্রধান ডিসি রোডস্থ আলমাছসহ দুটি লাইব্রেরীতে অভিযান চালায়। এসময় লাইব্রেরীতে থাকা নকল গাইড বই গুলো জব্দ করা হয়। পরে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এ ধরনের কর্মকান্ড করবেনা মর্মে মুচলেকা প্রদান করে রক্ষা পায়।

এ অভিযানে ঈদগাঁও পুলিশ তদন্ত এএসআই নিজাম উদ্দিনসহ ফোর্স সহযোগিতা করেন। উপরোক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এসআই শাহাজ উদ্দিন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে আজিজনগর ইউপি চেয়ারম্যানসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জনতার উপর হামলার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/