সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ১২ দফা দাবী নিয়ে পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের লিখিত আবেদন

ঈদগাঁওতে ১২ দফা দাবী নিয়ে পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের লিখিত আবেদন

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দরা ১২দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন দায়ের করেছেন। জেলার বৃহৎ বাণিজ্যিক উপ-শহর ঈদগাঁও বাজারের বৃদ্ধমান সমস্যা ও অ-ব্যবস্থা নিরসন সহ এ বাজারের উপর নির্ভরশীল বৃহৎ জনগোষ্টি, শত শত ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার গণমানুষের জীবন জীবিকা ও আর্ত সামাজিক অবস্থার কথা বিবেচনা করে বিদ্যমান সমস্যা ও সংকট নিরসনে এ দাবী গুলো বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবীতে পরিণত হয়ে পড়েছে। তৎমধ্যে দাবী সমূহ হচ্ছে- ঈদগাঁও বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজারের প্রধান ডিসি সড়কের উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও যানবাহন সুগম করা, বর্ষাকালে জলাবদ্ধ রোধে টেকশই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্থায়ী দোকান গৃহ বা ব্যবসা প্রতিষ্ঠানে সম্মুখে গজিয়ে উঠা পালকি দোকান বা টং দোকান উচ্ছেধ, অবৈধ দখলে থাকা ফেরি বা অভ্যন্তরীন অলিগলি সমূহ চলাচলের জন্য উন্মুক্ত করা, মাছ-মাংস, শাক-সবজি, নিত্য পণ্যের দোকানে প্রতিদিনের বাজার দর বা মূল্য তালিকা স্থাপন এবং ওজন পরিমাপে ডিজিটাল স্কেল ব্যবহার নিশ্চিতকরণ, অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার বা পানীয় বিক্রি, ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, পণ্য সামগ্রী, ঔষুধ, প্রসাধনী পণ্য বন্ধ করা সহ হোটেল, রেস্তোরা, ফাস্টফ্রুট কিংবা মিষ্টান্নের দোকান সমূহের খাদ্যের গুণগত মান নিশ্চিত কল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা স্যানিটেশন কার্যক্রম জোরদার, পবিত্র রমজান মাসে ইফতার, সেহেরী ও তারাবীর সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় কল্পে ঈদের বাজারে কেনাকাটার সময় অতিরিক্ত আলোকসজ্জ্বা বন্ধ এবং বাজার সহ পার্শ্ববর্তী স্পর্শকাতর এলাকা সমূহে পর্যাপ্ত সড়ক বাতি ও ক্লোজ সার্কিট ক্যামরা স্থাপনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঈদের কেনাকাটা নিরাপদ ও নির্ভিঘ্ন করতে ঈদবাজারকে কেন্দ্র করে গড়ে উঠা ছিনতায়, পকেটমার, জালনোট চক্র সহ ডাকাতি রোধে সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের পাশাপাশি কমিউনিটি পুলিশং কার্যক্রমকে সক্রিয় করা ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়াও ঈদগাঁও বাজার ও ষ্টেশনে আভ্যন্তরীন যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম, অটোরিক্সা, সাধারণ রিক্সা, ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করা সহ পণ্য সরবরাহকারী দূরপাল্লার বড় বড় ট্রাক, পিকআপ ও ভারী যানবাহন বাজারে প্রবেশ ও প্রস্থানের সময়সূচী প্রণয়নের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করা, প্রতিদিনের ময়লা আবর্জনা পরিস্কার করে বাজারকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিযুক্তকরণ এবং নারী পুরুষ আলাদা আলাদা গণশৌচাগার, কাম স্নানাগার নির্মাণ করা। যথাযত কোন কর্তৃপক্ষ বা কার্যকর কোন ব্যবস্থাপনা কমিটি না থাকার কারণে দীর্ঘকাল ধরে ঈদগাঁও বাজার ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং বহুমাত্রিক সমস্যা ও সংকটে নিমজ্জিত। যা ক্রমগত বৃদ্ধি পেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

উক্ত দাবীর সত্যতা নিশ্চিত সহ সদরের নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন দাখিল ও ১১টি স্থানে অনুলিপি প্রদান করা হয় বলে জানান ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/