সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর ঈদবাজারে আতর ও টুপির কদর বেড়েছে : চড়া দাম

ঈদগাঁওর ঈদবাজারে আতর ও টুপির কদর বেড়েছে : চড়া দাম

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ঈদবাজারে সুগন্ধিময় আতর, টুপি ও সুরমার কদর তুঙ্গে রয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই ক্রেতারা তাদের চাহিদা মোতাবেক এসব জিনিসপত্র কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। তবে দাম নিয়ে বিপাকে পড়েছে ক্রেতা সাধারন।

জেলা সদরের ঈদগাঁও বাজারের ঈদের মার্কেট ঘুরে দেখা যায়, বিশাল এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতারা এখন থেকে মার্কেটমুখী হচ্ছে। ঈদের কেনাকাটা স্বরূপ ত্রি পিছ, লেহেঙ্গা কাপড়, পান্জাবী-শার্ট, জুতা-সেন্ডেল, কসমেটিক সামগ্রীর পাশাপাশি ঈদের দিনের জন্য বিশেষ ভাবে কিনছে সুগন্ধিময় আতর, সুরমা ও টুপি। তবে বাজারের পশ্চিম গলির এক আতর দোকানের দায়িত্বশীল সাইদুল ইসলাম জানান, ডজনাধিকেরও বেশি নামের আতর রয়েছে। উন্নত আর নিন্মমান অনুসারে। তৎমধ্য ছবাইয়া, আলফায়েজ, বাহোর, সুলতান, আছেন, জান্নাতুল ফেরদৌস। যেগুলো ১২০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। আবার একশত টাকা দামের সপ, অরেঞ্জ, তিব্বত চন্দনসহ আরো কয়েকটি বিক্রি করতে ও চোখে পড়ে।

তিনি আরো জানান, দৈনিক ২/৩ হাজার টাকার আতর বিকিকিনি হয়। পুরো বাজার এলাকায় মাত্র হাতেগোনা কয়েকটি এ জাতীয় দোকান রয়েছে। সেসব দোকানগুলোতে ক্রেতাদের ভীড় যেন লক্ষ্যনীয়।

অন্যদিকে বহু জাত ও নানা দামের ডিজাইনেবল চোখ জুড়ানো টুপিও রয়েছে।

এদিকে নোয়াখালী এলাকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিরা এই এলাকায় দীর্ঘ ২৫/৩০ বছর ধরে আতর ও সুরমার ফেরী ব্যবসা করে যাচ্ছে। তারা জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লায় গিয়ে এসব ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজনের ভরণ পোষণ চালিয়ে আসছে। তবে পোকখালীর গোমাতলী এলাকার এক মুরব্বীর সাথে কথা হলে তিনি প্রতিবছর ঈদবাজারের সময় বাড়ীর জন্য বড় একটি আতর আর সুরমা কিনে থাকেন বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চৌফলদন্ডীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর মাঝেরপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বহু মামলার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/