সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওয়ের গ্রামীণ সড়ক পথে বাতি : উত্ফুল্ল এলাকাবাসী

ঈদগাঁওয়ের গ্রামীণ সড়ক পথে বাতি : উত্ফুল্ল এলাকাবাসী

Lightএম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সড়ক পথেই রাত্রি বেলায় আলোয় আলোকিত হয়ে উঠছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এলাকাবাসী উত্ফুল্ল হতে দেখা যায়। জানা যায়, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত বরাদ্দ থেকে ঈদগাঁও ইউনিয়নের বঙ্কিম বাজার হয়ে উত্তর মাইজ পাড়া, মধ্যম মাইজ পাড়া ও দক্ষিণ মাইজ পাড়ার একাংশের সড়ক পথেই ২৪টি এনার্জি বাল্ব দিয়ে পুরো এলাকাকে অন্ধকারাচ্ছন্নতা কাটিয়ে আলোয় আলোকিত করে তুলেছে। তবে ১৭টি স্থানীয় সাংসদ কমলের বরাদ্দ থেকে, বাকীগুলি স্থানীয় সচেতন লোকজনের পক্ষ থেকে দিয়ে হলেও এলাকাকে অন্ধকারমুক্ত রাখে।

এ সড়ক পথে বাতি দেওয়ার ফলে এলাকায় রাত্রি বেলায় চুরি, ছিনতাই-ঝাপটাবাজি, সন্দেহজনক ঘোরাফেরাসহ নানা অপরাধ-অপকর্ম বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসীর ধারণা। এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তিনজন বিশিষ্ট একটি কমিটির দায়িত্ব দেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। কমিটির সদস্যরা হলেন- জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু ও ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ।

অপরদিকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতে, রাতে এলাকার লোকজনের চলাচলের সুবিধার্থে এলাকাবাসীর প্রত্যাশিত স্বপ্ন পূরণে অন্ধকারাচ্ছন্ন এলাকাকে আলোয় আলোকিত করায় সত্যিই অভিনন্দন সাংসদ কমলকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/