সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি বদি- ইয়াবা আসক্ত ও ইয়াবা ব্যবসায়ীদের তালিকা প্রদানের নির্দেশ

উখিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি বদি- ইয়াবা আসক্ত ও ইয়াবা ব্যবসায়ীদের তালিকা প্রদানের নির্দেশ

Abdur Rahman Badi - Ukhiya 29-11-2015নিজস্ব প্রতিনিধি, উখিয়া:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভায় সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, এলাকার আইন শৃঙ্খলা পরিবেশ সমুন্নত রাখতে হলে মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিদেশী সিগারেট ও ইয়াবা উদ্ধারে আরো সক্রিয় হওয়ার জন্য সীমান্তরক্ষী বিজিবি সদস্য ও পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

এ সময় পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর চৌধুরীর এক অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য এলাকায় ইয়াবা আসক্ত ও ইয়াবা ব্যবসায়ীদের তালিকা প্রদানের নির্দেশ দিয়ে বলেন, তালিকা অনুযায়ী পুলিশ এলাকার ইয়াবা পাচারকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, তালিকা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত গঠনের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোন প্রকার কার্পন্যতা করা হবে না।

তিনি উপজেলার আইন শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে বলেন, উখিয়াকে একটি সুন্দর উপজেলায় রূপান্তর করতে যা যা প্রয়োজন প্রশাসন তাই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

সীমান্তরক্ষী বিজিবি সদস্য ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য আরো বলেন, মিয়ানমার থেকে চোরাই পথে সিগারেট আসার কারণে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের তৈরি তামাকজাত পণ্যের বাজারজাতকরণে বাধাগ্রস্থ হচ্ছে। পাশাপাশি ধুমপায়ীর সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যে কোন মূল্যে মিয়ানমার থেকে চোরাই পথে সিগারেট ও ইয়াবা পাচার প্রতিরোধ করতে হবে। গতকাল রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসাইন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/