সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় বেলাল বাহিনীর তান্ডব : মাছ লুট ও হাতের কবজি কর্তন

উখিয়ায় বেলাল বাহিনীর তান্ডব : মাছ লুট ও হাতের কবজি কর্তন

Ahato - Rafiq- Kutbazar

রফিক মাহামুদ; কোটবাজার :

কক্সবাজার জেলার উখিয়ার জুম্মা পাড়া পান্যাশিয়া গ্রামে মৎস্য চাষ প্রকল্পে বেলাল বাহিনী তান্ডব চালিয়ে ৪০ হাজার টাকার মাছ লুট করেছে। বাঁধা দিতে গেলে মৎস্য চাষ প্রকল্পের সভাপতি ইসহাক আহম্মদ প্রকাশ মনিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতের কবজি কর্তন করেছে। তাকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জুম্মাপাড়া গ্রামের মৃত মুকবুল আহম্মদের ছেলে বেলাল আহম্মদ প্রকাশঃ বেলাল মেম্বার তার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ইসহাক আহম্মদের মৎস্য চাষ প্রকল্পের শ্যালো মেশিন বসাইয়া পানি সেচতে থাকে ওই সময় বাধা দিতে গেলে ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের পান্যাশিয়া মৎস্য চাষ প্রকল্পের সভাপতি ইসহাক আহম্মদ প্রকাশ মনিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হাতের কবজি কর্তন করে মাছ লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে রোববার উখিয়া থানায় বেলাল আহম্মদ প্রকাশ বেলাল মেম্বার সহ ৯ জনের বিরুদ্ধে ইসহাক আহম্মদ বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান তদন্ত পূর্বক ঘটনাটির দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এদিকে অভিযুক্ত বেলাল মেম্বারের সাথে যোগাযোগ করিলে তার মুঠফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/