সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় বোরো চাষে বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

উখিয়ায় বোরো চাষে বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় এবারও বোরো চাষে বাম্পার ফলন হয়েছে। মাঠে সোনালী ধানের ঝিলিক দেখে এবং আশাতীত ফলনে এবার কৃষকের মুখের হাসিটা একটু বেশিই। বোরো ধান আবাদে সুফল পাওয়ায় উখিয়ার কৃষকের মাঝে এ হাসি এনে দিয়েছে। উখিয়ায় এ সময়ের  সোনা হিসেবে অর্থকরী এ ফসল এবার শুধু ভালো ফলনই হয়নি, বাজার মূল্যটাও গত বছরের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, চলতি মৌসুমে ধানের আবাদ হয়েছে গত বছরের চেয়ে তিনগুণ বেশি। কয়েক দিনের মধ্যে কৃষকরা ব্যস্ত সময় পার করবেন ঘরে ধান তুলতে। বছরের পর বছর ধরে জনপ্রিয় এ বোরো ধানের আবাদে উখিয়ার কৃষকের মুখে হাসি আর অভাবী সংসারে সচ্ছলতা এনে দেয়ার অন্যতম প্রধান ফসল হয়ে দাঁড়িয়েছে।

চলতি মৌসুমে উখিয়ায় বোরো চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চাষিদের মুখে দেখা যাচ্ছে স্বস্তির আমেজ।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৬শ হেক্টর জমিতে। হাজির পাড়া গ্রামের কৃষক জহির উদ্দিন, পশ্চিম ডিগলিয়ার মোহাম্মদ ইসলাম ও গোরাইয়ারদ্বীপ এলাকার কৃষক আজিজুল হোসেন বলেন, বোরো আবাদে প্রান্তিক চাষিদের স্বচ্ছলতা এনে দিয়েছে। তারা আরও বলেন, ফলন ভালো হওয়ায় কৃষকের ভাগ্য বদলে যাবে। ফলনও বাজার ভালো থাকলে ন্যায্য দাম ও পাওয়া যায়। তবে মধ্যসত্বভোগীরা যেন সুবিধা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/