সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় শিশুদের বিনোদনের স্থান নেই

উখিয়ায় শিশুদের বিনোদনের স্থান নেই

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার কোথাও শিশুদের চিত্তবিনোদনের জন্য কোনো পার্ক নেই। দীর্ঘদিন ধরে এ উপজেলার বাসিন্দারা শিশু পার্কের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। কক্সবাজারের উখিয়া উপজেলা রাজনৈতিক সচেতন এলাকা। মন্ত্রী পরিষদের সচিব মোঃ শফিউল আলমসহ দেশের গুরুত্বপূর্ণ পদে এ উপজেলার গর্বিত সন্তানরা দায়িত্ব পালন করছেন। উখিয়ার প্রায় অর্ধশত শিশুশিক্ষার্থীদের অভিভাবক বলেন, বন বিভাগের শত শত একর জমি খালি পড়ে আছে। চাইলে এসব জায়গায় শিশুদের বিনোদনের জন্য পার্ক তৈরি করা যায়।

উখিয়া সদর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, থানা সংলগ্ন উখিয়া কেজি স্কুল, গ্রীণ বার্ড ও সীবার্ড কিন্ডার গার্টেন, কথাকলি ও ফুলকলি কেজি স্কুল, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। এসব কোমলমতি শিশু বিদ্যালয়ে বিনোদনের কোনো সুযোগ পায়না। এখানে নেই কোনো বিনোদন কেন্দ্র। এ কারণে শিশু শিক্ষার্থীরা ঘরে বসে অলস সময় পার করছে। এতে তাদের বুদ্ধিবৃত্তির সুষ্ঠু বিকাশ ঘটছে না। শিশুদের নিয়ে কাজ করা প্রাক প্রাথমিক শিক্ষক শফিউল আলম আজাদ জানান, শিশুদের মানষিক বিকাশের জন্য প্রয়োজন চিত্তবিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ। কিন্তু আমাদের এখানে একেবারেই এ সুযোগ নেই। এখানে একটি শিশু পার্ক দরকার।

উখিয়া কেজি স্কুলের অভিভাবক সাংবাদিক সরওয়ার আলম শাহীন বলেন, শিশুদের বিনোদনের সুযোগ করে দেয়া প্রশাসনের দায়িত্ব। পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নুর মোহাম্মদ সিকদার বলেন, একটি শিশু পার্ক জরুরি। একটি উপজেলায় শিশু পার্ক নেই তা অত্যন্ত দুঃখজনক। আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে সুদৃষ্টি দেবেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/