সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / এমআই ৬ এ হেডফোন জ্যাক না থাকার কারণ ব্যাখ্যা করল শাওমি

এমআই ৬ এ হেডফোন জ্যাক না থাকার কারণ ব্যাখ্যা করল শাওমি

ছবি: সংগৃহীত

স্মার্টফোনে ভলিউম কন্ট্রোল এবং হেডফোন জ্যাক স্বভাবজাত ভাবেই ব্যবহারকারীরা প্রত্যাশা করে থাকে। তবে সম্প্রতি কিছু ব্র্যান্ড ফোন থেকে এই ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দিচ্ছে।

টেক জায়ান্ট অ্যাপল প্রতিষ্ঠানের সর্বশেষ ফোন আইফোন ৭ থেকে এই হেডফোন জ্যাক বাদ দিয়েছে। মটোরলা মটো জেড ফোনেও এই কাজ করা হয়েছে এবং আসন্ন এইচটিসি ইউ ফোনেও থাকবে না হেডফোন জ্যাক এমনটাই শোনা যাচ্ছে। আর এই হেড ফোন জ্যাক বাদ দেওয়ার কারণটা মোটামুটি সবার একই রকম।

চীনা প্রতিষ্ঠান শাওমি অ্যান্ড্রয়েড সেন্ট্রালে নতুন ফ্ল্যাগশিপ ফোন এমআই ৬ ফোনে হেডফোন জ্যাক বাদ দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে, পোর্ট সরিয়ে বড় ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে সেখানে। এছাড়াও ‘স্মার্টফোনগুলি অত্যন্ত সমন্বিত পণ্য এবং এর অভ্যন্তরীণ স্থান মূল্যবান। হেডফোন বাদ দিয়ে ওই স্থান আমরা বড় ব্যাটারির মত অন্য যন্ত্রাংশের জন্য রাখতে পারি।’

আর এ কারণেই এমআই ৫ এ রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি আর এমআই ৬ এ রয়েছে ৩৩৫০ এমএএইচ ব্যাটারি। আর দুটি সেটেই একই সাইজের ডিস্প্লে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/