Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

 

কামাল শিশির; রামু :

ভারী বৃষ্টির ফলে কক্সবাজারে পাহাড় ধসে ও মাটির দেয়ালের নিচে চাপা পড়ে শিশুসহ দু’জন নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে কক্সবাজার পৌরসভার পল্লানকাটা ও সিকদার পাড়ার পাহাড়ি এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন স্থানীয় মোহাম্মদ আবদুল করিমের স্ত্রী জমিলা (২৮) ও মো: সাইফুল ইসলামের ছেলে হাসান (১০)।


বিষয়টি নিশ্চিত করে পৌর-কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান, গতরাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে মোহাম্মদ করিমের টিনশেডঘরের উপর ধসে পড়ে। এতে জমিলা চাপা পড়লে পরিবারদের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপর এক ঘটনায় বসতবাড়ির মাটির দেয়ালের নিচে চাপা পড়ে কক্সবাজার পৌরসভার সিকদার পাড়া এলাকার মো: সাইফুল ইসলামের ১০ বছরের শিশুপুত্র মো: হাসান নিহত হয়।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যল অফিসার আশিকুর রহমান জানান, কক্সবাজারে পাহাড় ধসের পৃথক দু’টি ঘটনায় দু’টি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

  মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :বান্দরবানের লামা উপজেলায় ডিজিটাল ক্যাম্পেইন’২৪ সিজন ২১ উপলক্ষে ওয়ালটন ডাবল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/