সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে মৌসুমী বায়ুর উষ্ণতা কমলেও কমছে না রোগের প্রর্দুভাব

কক্সবাজারে মৌসুমী বায়ুর উষ্ণতা কমলেও কমছে না রোগের প্রর্দুভাব

Hospital - Ajit Himu 25-10-2015 (news & 3pic) f1অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

আর কয়েকদিন পরই নামবে শীতের কন কনে ঠান্ডা। কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারদিক। মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট উষ্ণতা ধীরে ধীরে কমলেও কমেনি ভাইরাস জনিত রোগের প্রদুর্ভাব। চিকিত্সা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে সব বয়সের রোগীদের। তবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে শিশু রোগীদের। পর্যাপ্ত খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সক।

রবিবার সকাল থেকেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে দেখা গেছে রোগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় দ্বিগুণ হয়। রোগিদের মধ্যে অধিকাংশ শিশু জ্বর, সর্দি এবং ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত।

শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের রোগীদের উপস্থিতিও কম ছিল না। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিত্সকরা।

আবহাওয়া পরিবর্তনের কারণে এসব রোগের উত্পাত বাড়লেও, এ নিয়ে চিন্তিত না হয়ে, সঠিক চিকিত্সার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সকরা।

এ ব্যাপারে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহাম্মদ নুরুল আলম বলেন, এখন অবশ্য ডেঙ্গু রোগের প্রকোপ চলতেছে। এ সময়টাতে আপনার জ্বর, কাশি সহ ভাইরাজ জনিত রোগের প্রদুর্ভাব বেশী। এ অসুখ গুলো নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে ভির করছে রোগিরা। আমরা প্রাথমিক চিকিত্সা দিচ্ছি এবং পরবর্তী করণীয় বিষয়েও পরামর্শ দিচ্ছি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/