সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / গ্রাম আদালত সক্রিয়করণে ব্লাস্টের উদ্যোগে পোকখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সক্রিয়করণে ব্লাস্টের উদ্যোগে পোকখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

অল্প সময়ে, স্বল্প ব্যয়ে সঠিক বিচার পেতে, চল যায় গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কর্তৃক ১৪ নভেম্বর সকালে ককসবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের নেতৃত্ব ইউনিয়ন পরিষদ হয়ে ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষজন গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক একটি র্যালী মুসলিম বাজার প্রদক্ষিণ করে।

র্যালী শেষে পরিষদ এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ৭৫,০০০ টাকার মধ্যে দেওয়ালী মামলার ফি. ২০টাকা ও ফৌজদারী উভয় একার মামলার বিচার ১০ টাকায় নিস্পত্তির জন্য ইউনিয়নবাসীকে গ্রাম আদালতে শরণাপন্ন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

র্যালী ও আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা ব্লাস্ট কমকর্তা মোঃ রাশেল, ইউপি সচিব মোঃ কাদের, পোকখালী আয়ডিয়াল কেজি স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম, কক্সবাজার জেলা ছাত্রদল সদস্য উসমান গনি ইলি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহাব উদ্দীন, মাস্টার হাবিবুলাহ, সালাউদ্দিন, ইমাম হোসেন, রুবেল, নুরুল আলম নোমান, মো: শাকিল সহ আরও অনেকে। পরে ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ডের পৃথক পৃথক ভাবে দুটি র্যালী অনুষ্টিত হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/