সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঘন কুয়াশার চাদরে ঢাকা ঈদগাঁও : শীতের হিমেল হাওয়া

ঘন কুয়াশার চাদরে ঢাকা ঈদগাঁও : শীতের হিমেল হাওয়া

kowasha- Sagor 21-11-2015 (news & 1pic) f1এম আবুহেনা সাগর, ঈদগাঁও
ঋতু পরিক্রমায় দেশের প্রকৃতিতে চলছে হেমন্তকাল। আর সে হেমন্ত আসতে না আসতেই আগাম শীতের আমেজ লক্ষ্যণীয়। শীতের এ ঘনকুয়াশার চাঁদরে ঢেকে যায় জেলা সদরের ঈদগাঁওয়ের সড়ক ও মহাসড়ক। দিগন্ত রেখা এবং ধু ধু সবুজ বিলে ঘাসে কিংবা ধানের পাতায় শিশিরই জানান দেয় শীতের আগমনী বার্তা। শীতের এই বার্তা ধীরে ধীরে বয়ে আসছে জেলার বিভিন্ন উপজেলায়।

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওসহ জেলাব্যাপী বইছে দিনে মাত্রাতিরিক্ত গরম আর রাতে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। রাতে ঘুমানোর সময় গ্রামাঞ্চলের অনেকেই হালকা গরম কাথা ব্যবহার করছে। বেশ ক’দিন ধরে একটু একটু শীতের বাতায়ন লক্ষ্যণীয়। তার পাশাপাশি সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর হালকা ঠান্ডা বাতাসে শান্ত হয়ে আসছে প্রকৃতি। হেমন্তে শুভ লগ্নেই শীতের আগমনী হাওয়ায় প্রকৃতি এখন নতুন রূপ ধারণ করেছে।
এমনকি ২১ নভেম্বর ভোর সকালে ঈদগাঁওয়ের কালিরছড়া পয়েন্টে এ শীত মৌসুমের শুরুতে মহাসড়কে ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার চিত্র ফুটে উঠে। যাতে করে দূর পাল্লাসহ ছোট খাট যানবাহন চালাতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এ নিয়ে সাধারণ যাত্রীদের মতে, কুয়াশার ফলে যানবাহন চালানোর সময় যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/