সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়া উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল

চকরিয়া উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া পালাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্টিত হবে আগামী ১৭ এপ্রিল। জোরপূর্বক কেন্দ্র দখলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৮ মার্চ অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তা ওই কেন্দ্রটি স্থগিত ঘোষণা করে। ওই কেন্দ্রে ৪ হাজার ৭৬৮জন ভোটার রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মো.সাখাওয়াত হোসেন বলেন, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৯৯টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্টিত হয়। ওইসময় পালাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে এক মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী। পরে ওই প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই কেন্দ্রটি স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন আগামী ১৭ এপ্রিল স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মকছুদুল হক ছুট্টুকে সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলে স্থগিত হওয়া কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল শুধুমাত্র মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। তিনজন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/