সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বক্তরা : এদেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না আজকের দিনে এটাই হোক মুলমন্ত্র

চকরিয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বক্তরা : এদেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না আজকের দিনে এটাই হোক মুলমন্ত্র

Puza - Mukul 25.08.2016 news 2pic f1 (1) Puza - Mukul 25.08.2016 news 2pic f1 (2)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়া জন্মাষ্টামী উদযাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। ঢাক-ডোল, বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সনাতন সম্প্রদায়ের লোকজন চিরিংগা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে আবার হরি মন্দিরে এসে শেষ হয়।

চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে অনুষ্টিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় পুর্বে অনুষ্টিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এদেশে সব সম্প্রদায়ের লোকদের বসবাস। এখানে সব সম্প্রদায়ের লোকরা তাদের নিজ নিজ ধর্ম যথাযোগ্য মর্যদায় পালন করতে পারে।

শোভাযাত্রার উদ্বোধক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোন স্থান হবে না। যারা ধর্মের নামে নিরহ মানুষ হত্যায় মেতেছে তাদের কোন ধর্ম নেই। তিনি আরো বলেন, দেশে জঙ্গি মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। আজকে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমাদের মুলমন্ত্র হোক এটাই।

চকরিয়া জন্মাষ্টামী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া জন্মাষ্টামী উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক মুকুল কান্তি দাশ, নিত্যানন্দ গীতা সংঘের স্থায়ী কমিটির সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ।

এসময় চকরিয়া জন্মাষ্টামী উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এ.এস.এম আলমগীর হোছাইন, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা হারাধন দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবুল দেব বর্মন, সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, অর্থ সম্পাদক সমীর দাশ, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশিল, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ সুশীল, চকরিয়া জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক গোপাল কান্তি দাশ, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সহ-সভাপতি সুজিত দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তপন সুশিল, চকরিয়া জন্মাষ্টামী উদযাপর পরিষদের সাবেক সভাপতি তালপ্রিয় বলরাম দাশ, চিরিংগা নাথপাড়া মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুনিল বিহারী নাথ, নিত্যানন্দ গীতা সংঘের সাধারণ সম্পাদক নন্দরাম দাশ, সন্তোষ কান্তি দাশ, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ, চকরিয়া জুয়েলারী সমিতির সাংগঠনিক সম্পাদক নেপাল দে, অধ্যাপক রুপম ধর, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবাল মিত্র, লব দাশ, অর্পন বসাক, লিটন বসাক, ধীমান বনিক, বিকাশ দাশ, রিপন বসাক, অসীম কান্তি  দে রুবেল, সুজিত দাশ, মিন্টু রুদ্র, প্রদীপ রুদ্র, সনজিত দাশ, টিকলু দেসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন র্ধমালম্বীরা শোভাযাত্রায় অংশ নেন।

এদিন, সকাল ৮টা থেতে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়। এসময় অনুষ্টানে আগত অথিতিরা চক্ষু ক্যাম্প ঘুরে ঘুরে দেখেন।

এদিকে, আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় শুভ অধিবাস ও রাত ৮টায় ধর্মীয় আলোচনা অনুষ্টিত হবে। শনিবার ভোর রাত থেকে অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়ে রবিবার ভোওে পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/