সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ার চিংড়িজোনে আতাউল্লাহ হত্যাকান্ডের সাড়ে ৯মাস পর যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

চকরিয়ার চিংড়িজোনে আতাউল্লাহ হত্যাকান্ডের সাড়ে ৯মাস পর যুবলীগ নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Mamla - 6মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন খ্যাত চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপে গুলি করে আতাউল্লাহ নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার সাড়ে ৯মাস পর এক যুবলীগ নেতাসহ ২৩জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত আতাউল্লাহ’র মা আরফা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। বাদির অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামীরা হলেন-চকরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে মামুনুল করিম, একই ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে জাহাংগীর আলম প্রকাশ জাহাংগীর ডাকাত, হোছন মৌলভীর ছেলে ইউছুপ ডাকাত, নুরুল কবিরের ছেলে রহিম প্রকাশ রহিম্যা ডাকাত, আবদু ছোবাহানের ছেলে কফিল উদ্দিন, বুড়িপুকুর এলাকার আবদুল গণীর ছেলে আবদুল হাফেজ, সওদাগরঘোনা এলাকার দলিল মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, মৃত পেঠান আলীর ছেলে নুর আহমদ, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে ইমাম উদ্দিন, একই এলাকার কাশেম আলী, মৌলভী হোছনের ছেলে ইউনুছ, মৃত নুরুল কবিরের ছেলে আবুল কালাম, সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে আলমগীর, চরনদ্বীপ এলাকার নুরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন, বুড়িপুকুর এলাকার রশিদ আহমদের ছেলে জামাল উদ্দিন, মৃত হাবিবুর রহমানের ছেলে সাহাব উদ্দিন, সওদাগরঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে মোক্তার আহমদ, মৃত হাসমত আলীর ছেলে নুরুল কবির, চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে নাজেম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল করিম, সওদাগরঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে সাইফুল, মৃত আবদুল গনীর ছেলে ছৈয়দ হোছন ও সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের টুক্কু মিয়ার ছেলে মো.কাইছার।

মামলার আর্জিতে নিহতের মা আরফা বেগম দাবী করেন, ইউনিয়নের চরনদ্বীপ মৌজার ভিত্তিহীন একানব্বই পাড়া গ্রামে অন্যদের মতো আমিও বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। কিন্তু লোভের বশবর্তী হয়ে অভিযুক্ত এক নম্বর আসামিসহ সহযোগিরা চলতি বছরের ৮জানুয়ারী সকালে তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করে জায়গা দখলে নিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এদিন ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে বাদি ও গ্রামের অন্য লোকজনকে বাড়ি-ভিটা ফেলে চলে যেতে বললে এসময় বাদি ও তার ছেলে আতাউল্লাহ এতে প্রতিবাদ করেন।

বাদি আরো দাবী করেন, মূলত হামলাকারীদের বাঁধা দিতে গেলে অভিযুক্ত আসামি হাতে থাকা বন্দুক দিয়ে তার ছেলে আতাউল্লাহর ডান পায়ে গুলি করেন। এরপর দুই নম্বর আসামি গুলি করলে জনৈক সিরাজ নামের এক ব্যক্তি পায়ে বিদ্ধ হয়।

এরপর আহতরা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় হামলাকারীরা বাদির বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এতে তার পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার ছেলে আতাউল্লাহ ও জনৈক সিরাজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরদিন ৯ জানুয়ারী ভোরে তার ছেলে আতাউল্লাহ মারা যায় বলে দাবি করেন বাদি আরফা বেগম।

অভিযুক্তরা এলাকায় বাহিনী গঠন করে প্রতিনিয়ত চিংড়িজোনের মৎস্য প্রকল্পে হামলা ও লুটপাট চালাতো। তাদের হাতে ভয়ানক সব ধরণের অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ঘটনার পর চমেক হাসপাতালে তার ছেলে মারা গেলেও অভিযুক্তদের হুমকি ও দাপটের কারনে তাঁরা পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন।

এ অবস্থার ফলে মামলাটি করতে বিলম্ব হয়েছে বলে আদালতের কাছে অভিযোগ তুলেন বাদি আরফা বেগম।

মামলার বাদি আরফা বেগম বলেন, সোমবার দুপুরে আদালতে উপস্থিতি হয়ে আইনজীবীর মাধ্যমে ছেলেকে হত্যার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে ঘটনার সাড়ে ৯মাস পর মামলাটি দায়ের করেন তিনি। কিন্তু মামলাটি দায়ের করার খবর পেয়ে এরপর থেকে অভিযুক্তরা তাকেসহ পরিবারের অন্য সদস্যদেরকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন। এ অবস্থার কারনে বাদি আরফা বেগম ও তার পরিবার সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/