সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পছন্দনিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে ছাত্রের আত্মহত্যা

চকরিয়ায় পছন্দনিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে ছাত্রের আত্মহত্যা

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের শিক্ষিত পরিবারের সন্তান মো: তারেক (২০)। বাবা ব্যাংকার। ভাইয়েরা সবাই ভাল কলেজে পড়ছে। তারেকেরও ইচ্ছে ছিল নামিদামী কলেজে ভর্তি হওয়া। কিন্তু এইচএসসি পাশ করে অনেক চেষ্টা চালিয়েও পছন্দনিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি। ঢাকার পলিটেকনিকেলের পাশাপাশি ডুলাহাজারা কলেজে ডিগ্রীর ১ম বর্ষে ভর্তি হলেও হতাশাগ্রস্ত ছিলেন তিনি। সেই হাতাশা থেকে আর কাটিয়ে উঠতে পারেননি। বেঁচে নিলেন আত্মহনণের পথ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তারেক। এতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আত্মহত্যা করা তারেক ওই এলাকার রমিজ উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালের কোন এক সময় তারেক ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি পেছিয়ে বিমের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে আত্মহত্যার খবর শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ওই লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিকটাত্মীয়দের উদ্বৃতি দিয়ে এসআই সুকান্ত আরো বলেন, পছন্দনিয় কলেজে ভর্তি হতে না পেরে হতাশা থেকেই তারেক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে। অন্য কোন কারণ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র আত্মহত্যার খবর পাওয়ার সাথে সাথে থানার এসআই সুকান্ত চৌধুরীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/