সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ৩১ হাজার পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার-৫ : বাস-ট্রাক জব্দ

চকরিয়ায় ৩১ হাজার পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার-৫ : বাস-ট্রাক জব্দ

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া : 

কক্সবাজার থেকে সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার বেড়েই চলছে। মাদক ব্যবসায়ীরা নিত্য-নতুন কৌশল পাল্টিয়ে পাচার করছে ইয়াবা। প্রভাবশালীরা প্রাইভেট গাড়ি নিয়ে ভিআইপি প্রটোকলের সাথে মিশে গিয়ে মাদক পাচারের অভিযোগ রয়েছে। মাঝারি মানের মাদক ব্যবসায়ীরা যাত্রীবাহি গণপরিবহণ ও পণ্যবহণ করা গাড়িতে করে ইয়াবা পাচার করছে হরদম। তেমনিভাবে যাত্রীবাহি বাস ও পণ্য খালাস করা ট্রাকে করে পাচারকালে কক্সবাজরের চকরিয়ায় পুলিশ ৩১ হাজার পিস ইয়াবা বড়িসহ পাচারে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার টাকা। এসময় জব্দ করা হয় শ্যামলী পরিবহনের একটি ও একটি ট্রাক।

বৃহস্পতিবার ভোর ৫টা ও সকাল সাড়ে ৯টায় পৃথক এ অভিযান চালানো হয় মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়া ঢালায়।

পাচারে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামলী পরিকহণের চালক ও পাবনা জেলার রাগবপুর এলাকার খোরশেদ খানের ছেলে আমিরুল ইসলাম (৩০), কক্সবাজারের উখিয়া উপজেলার সোনাইছড়ি এলাকার ছালামত উল্লাহর ছেলে রশিদ আহমদ (২৩),  হেলপার আইয়ুবুল ইসলাম (৪০), সাতক্ষীরা জেলার কলারোয়া খলশী এলাকার মৃত ইমাম আলীর ছেলে ট্রাক চালক মোস্তাফিজুর রহমান (৪৫) এবং ট্রাকের হেলপার একই উপজেলার বজবাকশা এলাকার বদিউজ্জামানের ছেলে শহিদুর রহমান (২৫)।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখারী ঢালায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসে অভিযান চালালে চালকের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ওই ইয়াবা পাচারে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় দুইজনকে। পরে তাদের স্বীকারোত্তিমতে কক্সবাজরের একটি হোটেল থেকে মাদক ব্যবসায়ী রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয় বলে ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী নিশ্চিত করেন।

অপরদিকে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, গোপন সুত্রে খবর পাই কক্সবাজার থেকে ট্রাকে করে সাতক্ষীরায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে। এসংবাদ পেয়ে চকরিয়ার মেধাকচ্ছপিয়া ঢালাস্থ মহাসড়কে টিএসআই মাইনুদ্দিনসহ ফোর্স নিয়ে ওৎপেতে থাকি। সকাল সোয়া ৯টায় মিনি ট্রাক ঢালায় পৌছলেই গাড়িটি থামাতে বাধ্য করে তল্লাশি চালালে গাড়ির পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। ইয়াবা পাওয়ায় চালক-হেলপারকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, চালক-হেলপাররা সাতক্ষীরাসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে পণ্য বোঝাই করে কক্সবাজার এনে ফেরার পথে ইয়াবা পাচার করে। ধৃত চালক-হেলপার এ তথ্য জানায়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক (এসআই) মো.রুহুল আমিন বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/