সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চলমান অভিযান অব্যাহত রেখে টেকনাফবাসীকে মাদক মুক্ত করুন -সাবরাং পথসভায় বক্তারা

চলমান অভিযান অব্যাহত রেখে টেকনাফবাসীকে মাদক মুক্ত করুন -সাবরাং পথসভায় বক্তারা


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফে সাবরাং ইউনিয়নে মাদক ও সন্ত্রাসীদের কার্যক্রমের বিরুদ্ধে বিশাল মানববন্ধন ও এক সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাবরাং বাজার এলাকায় মির আহাম্মদের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শফিক মিয়া, টেকনাফ কমিউনিটি পুলিশিং’র সভাপতি আলহাজ্ব নুরুল হুদা।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ আরো অনেকে। উক্ত মানববন্ধনে স্কুল-মাদ্রসার ছাত্র-ছাত্রী রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহন করেন।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, টেকনাফের আপাময় জনসাধারন মাদকপাচার প্রতিরোধ করার জন্য এখন সবাই ঐক্যবদ্ধ। তাছাড়া মাদকের পয়েন্ট হিসেবে পরিচিত টেকনাফ সীমান্তে, বাংলাদেশ পুলিশ বাহিনীর সাহসী (ওসি) প্রদীপ কুমার দাশ টেকনাফ থানায় যোগদান করার পর থেকে অত্র উপজেলার অন্তর্গত মাদক কারবারীদের চোঁখের ঘুম হারাম হয়ে গেছে। পাশাপাশি মাদকপাচার আগের তুলনায় অনেকটা কমে এসেছে।

এদিকে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার সাথে জড়িত শীর্ষ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আইনের আওয়তাই নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে ওসি প্রদীপ। মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখলে অচিরেই টেকনাফবাসী মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে।

সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শফিক মিয়া বলেন, (ওসি) প্রদীপের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। অত্র উপজেলার মাদক ও সন্ত্রাস মুক্ত করতে টেকনাফে ওসি প্রদীপ ছাড়া আর কোন বিকল্প নেই।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/