সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জঙ্গী ও সন্ত্রাসীদের মত ইয়াবা ব্যবসায়ীদেরকেও নির্মূল করা হবে- টেকনাফে এমপি বদি

জঙ্গী ও সন্ত্রাসীদের মত ইয়াবা ব্যবসায়ীদেরকেও নির্মূল করা হবে- টেকনাফে এমপি বদি

Abdur Rahman Badi - Giasuddin 28,07,16 news 1pic f1

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :  

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। প্রধান অতিথির বক্তবে এমপি বদি উপজেলা বিভিন্ন দপ্তরের দায়িত্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার রুপরেখা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রতি বছর যে সমস্ত উন্নয়ন কাজের জন্য সরকারি বরাদ্দের টাকা আসে। সে বরাদ্দের টাকা দিয়ে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তার পাশাপাশি প্রতিটি ইউনিয়নের যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড হচ্ছে, সে কাজ গুলো সঠিক ভাবে হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখার দায়িত্ব উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের।

স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা সঠিক কাজের প্রত্যয়ন পত্র না দেওয়া পর্যন্ত কোন অবস্থায় ঠিকাদারদের বিল পরিশোধ করা যাবে না। সরকারের উন্নয়ন কর্মকান্ডের বরাদ্দের একটি টাকাও যেন কেউ আত্মসাত করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, জঙ্গী ও সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার কঠোর ভূমিকা হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আমার টেকনাফ উপজেলার শান্তি প্রিয় মানুষদেরকে, জঙ্গী ও সন্ত্রাসীদের কবল থেকে বাচাঁতে।

টেকনাফ উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্যদের সহযোগিতা ও ভূমিকা রেখে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি স্ব-স্ব এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুল গুলোতে যে সমস্ত ইমাম ও শিক্ষকরা রয়েছে তাদের সঠিক নাম ঠিকানা, কে কোন এলাকার, তাদের আইডি কার্ডসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। তবে আমি মনে করি আমার এলাকায় জঙ্গী ও আই এস সদস্যদের কোন তত্পরতা নেই। আমার এলাকার প্রধান সমস্যা হচ্ছে ইয়াবার সমস্যা ও রোহিঙ্গা সমস্যা এই দুইটি জিনিস প্রতিরোধ করতে পারলে আমার এলাকা থেকে বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড থেকে এলাকার মানুষ রক্ষা পাবে। বাংলাদেশ পুলিশ বাহিনী যেভাবে জঙ্গী ও সন্ত্রাসীদের নির্মূল করছে ঠিক সেভাবে যে কোন সময় ইয়াবা ব্যবসায়ীদেরকেও নির্মূল করা হবে।

উক্ত সভায় সভাপত্বি করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, টেকনাফ থানার ওসি আবদুল মজিদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাজান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, টেকনাফ উপজেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/