সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় সংসদে ঈদগাঁওকে উপজেলার দাবী জানালেন এমপি কমল

জাতীয় সংসদে ঈদগাঁওকে উপজেলার দাবী জানালেন এমপি কমল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

একাদশ জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে যুগোপযোগি ভাষণ উল্লেখ করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কক্সবাজারবাসীকে রেল লাইন, বিকেএসপি, সেনানিবাস, বাঁকখালী নদী ড্রেজিংসহ বেড়িবাঁধ, সুদৃশ্য মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, সমুদ্র গবেষণা কেন্দ্র, গ্রামীণ জনপদে অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কক্সবাজার-রামুবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মঙ্গলবার (৫ই মার্চ) মহান সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে এমপি কমল আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী না চাইতেই আমরা কক্সবাজারবাসী অনেক কিছু পেয়েছি, কিন্তু কক্সবাজারবাসীর প্রাণের দাবী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন, ঈদগাহকে উপজেলা ও রামুতে পৌরসভা করার স্বপ্ন এখনো স্বপ্নই থেকে গেছে। কক্সবাজারে একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মহাসড়ককে চার লেইনে উন্নিতকরণের জোর দাবি জানিয়ে লবণ আমদানি নিষিদ্ধ করতেও দাবি জানান এমপি কমল।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশ দিয়েছেন, আর বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু হত্যাকান্ডে মেজর জিয়াউর রহমানের জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা চালাচ্ছে খুনি চক্র। তাদের ব্যাপারে জাতিকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের উন্নতিতে শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পদ্মাসেতু, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের রক্তাক্ত সংগ্রামের অবসান, সমুদ্রসীমা ও ছিটমহলের সমাধান হয়েছে।

দেশের খাদ্য, বিদ্যুৎ, যোগাযোগ থেকে শুরু করে সবদিক দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি। রোহিঙ্গা গণহত্যা ও ইয়াবা পাচারের অভিযোগে মিয়ানমারের ব্যাপারে বিশ্ববাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে এমপি কমল মরণব্যাধি ইয়াবার বিরুদ্ধে দেশের প্রতিটি এলাকায় সামাজিক গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান সংসদের বক্তব্যে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/