সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঝুঁকি নিয়ে চৌফলদন্ডী-মহেশখালী নদী পারাপার : লাইফ জ্যাকেটের দাবী

ঝুঁকি নিয়ে চৌফলদন্ডী-মহেশখালী নদী পারাপার : লাইফ জ্যাকেটের দাবী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

চরম ঝুঁকি নিয়ে চৌফলদন্ডী-মহেশখালী নদী পারাপার চলছেই। নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেটের দাবী জানান নৌ-যানের যাত্রীরা।


যাত্রী নেওয়ার কথা অল্প কজন, কিন্তু মাঝিরা নৌকায় তুলছেন অধিক যাত্রী। ফলে স্বস্তির যাত্রা ঝুঁকিতে পরিণত হচ্ছে। যেকোন সময় ভয়াবহ বিপদ হওয়ার আশংকা যাত্রীরা।


গতকাল দুপুরে এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রা চোখে পড়লো কক্সবাজার সদর চৌফলদন্ডীর ঘাটে।


খেয়াঘাটের নৌকার মাঝিরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে মহেশখালী পারাপার হচ্ছে প্রায়শ। নিয়মনীতির কোন তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ নৌযাত্রা চালিয়ে যাচ্ছেন।


নৌযান যাত্রীরা জানান, জেলা পরিষদ থেকে ইজারা নিলামের সময় ডজনাধিকের বেশি যাত্রী বোটে উঠানো যাবে না মর্মে নিয়মও চালু করে দেন জেলা পরিষদ। কিন্তু মাঝিরা এমন সিদ্ধান্ত মানছেনা। অধিক আয়ের আশায় নৌ যানে উঠাচ্ছেন দ্বিগুন যাত্রী।


দীর্ঘদিন পারাপার হচ্ছেন এমন এক পান ব্যবসায়ী যাত্রীর মতে, প্রতিদিন মহেশখালীতে পানের জন্য যেতে হয়। কিন্তু মহেশখালী পার হওয়া মানে চরম আতংকের। কখন দুর্ঘটনা ঘটে তার নিশ্চিয়তা নেই। নদী পারাপারে নেই কোন নিয়ননীতি। এছাড়াও যাত্রীদের গায়ে নেই লাইফ জ্যাকেট। ঝুঁকির কথা বিবেচনা করে যাত্রীদের লাইফ জ্যাকেট দেয়ার জোর দাবি জানান।


খেয়াঘাটের ইজারাদারের মতে, দুটি বোটে দুই ডজন লাইফ জ্যাকেট আছে। বর্ষাকালেই তা ব্যবহার করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/