Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘টাইম জোন’ পরিবর্তন করছে উত্তর কোরিয়া

‘টাইম জোন’ পরিবর্তন করছে উত্তর কোরিয়া

পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে নিজেদের টাইম জোন পরিবর্তন করেছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ৪ মে, শুক্রবার মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নিয়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি বলছে, বৈঠকের পর দুই কোরিয়া এক হয়ে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এটি প্রথম কোনো কার্যকর পদক্ষেপ।

এর আগে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সময় জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আধা ঘণ্টা পিছিয়ে ছিল। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা সময় দেখাত। তবে এখন এই ঘড়ি দুটিতে একই সময় দেখাবে।

গত ২৭ এপ্রিল ইতিহাস সৃষ্টি করেন কিম জন উন। কোরীয় যুদ্ধ পরবর্তী সময় থেকে কিম জন উনই উত্তর কোরিয়ার প্রথম নেতা যিনি দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন-এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠকের দিন ঠিক হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বৈঠকের সময় ও জায়গা ঠিক হয়েছে এবং শিগগিরই আমরা তা ঘোষণা করব।’

সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’; #https://coxview.com/entertainment-kalki/

৫০০ কোটি আয় ছাড়াল প্রভাসের ‘কল্কি’

  অনলাইন ডেস্ক : মুক্তির মাত্র চার দিনেই বক্সঅফিস সিনেমাটি ঝড় তুলেছে। প্রভাস ও দীপিকা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/