সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টানা বর্ষণে ঈদগড়ে ফসলের ব্যাপক ক্ষতি

টানা বর্ষণে ঈদগড়ে ফসলের ব্যাপক ক্ষতি

হামিদুল হক; ঈদগড় :

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও মৃদু হাওয়ায় কক্সবাজারের ঈদগড়ে আমন ধান ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে রোপনকৃত বীজ ও ফসলে পচন ধরেছে। পানি দ্রুত না সরলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

গত রবিবার সকালে সরেজমিন ঈদগড় এলাকার কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, আমন ক্ষেতে বৃষ্টির পানি জমে আছে। আধাপাকা-কাঁচা অনেক ধান নুয়ে পড়েছে। অন্যদিকে অনেক কৃষক তাদের ফসল বাঁচাতে ক্ষেত থেকে আগাম ধানও কাটা শুরু করেছেন।

হাসনাকাটা গ্রামের কৃষক নুরআলম জানান, টানা বৃষ্টি ও হালকা বাতাসে আমার প্রায় ৫ কানি আমন ধানের মধ্যে প্রায় ৩ কানি ধানগাছ মাটিতে নুয়ে ও ডুবে গেছে। সাধারণত প্রায় কৃষক এক বছরের ধান মজুত রেখে বাকিটা বিক্রি করেন। কিন্তু এ বছর বিক্রি তো দূরে থাক, খোরাকের জন্য ধান রাখতে পারবেন কি না, তা জানেন না।

কৃষকরা জানান, ধান গাছগুলো হেলে পড়েছে পানির উপরে। হেলে পড়া এসব ফসল ঘরে তোলা সম্ভব নয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/