সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত : সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত : সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ নাফনদী সীমান্তে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অস্ত্রধারী রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে। সে হ্নীলা জাদিমুরা ২৭নং ব্রিটিস পাড়া রোহিঙ্গা ক্যাম্প বসাবাসরত মোতালব’এর পুত্র নুর কবির (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক ফয়সাল হাসান খাঁন জানান, ১৫ নভেম্বর (শুক্রবার) দিবাগত গভীর রাত ১টার দিকে বিজিবি’র দায়িত্বরত টহল দলের সদস্যরা হ্নীলা ইউনিয়ন লেদা ছ্যুরি খাল নাফনদী কেওড়া বাগান মাঠি খোঁড়ার শব্দ শুনতে পেয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে কয়েকজন লোক মাটি খুঁড়ে পলিথিন মোড়ানো একটি বস্তা বের করছে।

এরপর বিজিবি তাদের চোঁখের উপর টস লাইটের আলো ফেলে তাদেরকে চ্যালেন্জ করলে মাদক পাচারকারীরা নির্দেশ অমান্য করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। তাদের ছোঁড়া গুলিতে বিজিবি’র ২ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে মাদক কারবারে জড়িতরা কেওড়া বাগানের ভিতর দিয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার হাসপাতালে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, উক্ত ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল খেকে উদ্ধার করা হয়েছে ১লক্ষ, ২০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/