সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে : দেশীয় তৈরী ১টি অস্ত্র, গুলিসহ মহিলা আটক

টেকনাফে মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে : দেশীয় তৈরী ১টি অস্ত্র, গুলিসহ মহিলা আটক

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ

টেকনাফে বন্দুক ও কার্তুজসহ এক মহিলাকে আটক করেছে মডেল থানা পুলিশ। (১৪ মার্চ) বুধবার রাতে টেকনাফ সদরের পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল শুক্কুরের স্ত্রী নুর নাহার (৩৫)কে ১ টি দেশীয় তৈরী এক নলা বন্দুক ও ১ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ইউপির পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের সেন্ট্রাল রির্সোটের পিছনে জনৈক আব্দুল শুক্কুরের বসত বাড়ী থেকে ১ টি দেশীয় তৈরী এক নলা বন্দুক ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার এবং এসময় বাড়ীতে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে নুর নাহারকে আটক করা হয়। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক আব্দুল শুক্কুর কৌশলে পালিয়ে যায়।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ সৈকত এলাকায় একটি মাদক পাচারকারী চক্র অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছিল। তাছাড়া ধৃত নারী ইয়াবা পাচারে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছেন। ধৃত নারীকে আসামী ও তার স্বামী আবদু শুক্কুরকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি আরো জানান, টেকনাফ উপজেলার ইয়াবা পাচারে যারা এখনো জড়িত তাদেরকে চিহ্নীত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে এবং ক্রমান্বয়ে অভিযান চালানো হচ্ছে। মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে; কক্সভিউ ডট কম; coxview.com; https://coxview.com/rarfiq-road-14-09-2024-3/

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে

লামা (বান্দরবান) খানাখন্দ ভরা ও চলাচল অনুপযোগী ইয়াংছা-ত্রিশডেবা সড়কের দৃশ্য।   মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/