সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ডিএসএ সেভেন রিংস ফুটবল মাঠে গড়িয়েছে

ডিএসএ সেভেন রিংস ফুটবল মাঠে গড়িয়েছে

DSC00830এম.আর.মাহবুব; কক্সভিউ:

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সেভেন রিংস আন্তঃ উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশীপ মাঠে গড়িয়েছে। ২৬ অক্টোবর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হওয়া এই টুর্নামেন্টে দূরন্ত সূচনা করেছে রানিং চ্যাম্পিয়ন হট ফেভারিট চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। হ্যাট্রিক শিরোপা জয়ে স্বপ্নে বিভোর চকরিয়া হাফ ডজন গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থাকে। চকরিয়ার এই বড় জয়ে নাইজেরিয়ান সিকো চার্লস দু’টি, অধিনায়ক আবছার দু’টি, স্ট্রাইকার আরিফ ও পলাশ একটি করে গোল করেন। ম্যাচ শুরুর আগেই এমনিতেই কাগজে কলমে এগিয়েছিল গেল দু’বারের চ্যাম্পিয়ন চকরিয়া।

এরপরও দলের শক্তি বাড়াতে ঢাকা থেকে উড়িয়ে আনেন ঘানার রামৌরি, নাইজেরিয়ান সিকু ও জাতীয় দলের রাজুকে। এদের সাথে ঢাকার মাঠের গোল মেশিন অভিজ্ঞ আবছার, ডিফেন্ডার জমির, আরিফ, পলাশদের নিয়ে গড়া চকরিয়া হয়ে উঠে ফুটবলের ময়দানী লড়াইয়ে অপ্রতিরোধ্য। ফলও আসে ম্যাচের চার মিনিটেই।

এ সময় নাইজেরিয়ান সিকু দ্রæতগতিতে ডি বক্সে ঢুকে প্রথম গোলের খাতা খুলেন। দ্বিতীয় গোলটিও সিকুর। ম্যাচের ১১ মিনিটে পলাশের পাস থেকে সিকু ঠান্ডা মাথায় গোলটি করেন। তবে ম্যাচের ৯ মিনিটে দিনের সবচেয়ে সহজ সুযোগটি অবিশ্বাস্য ভাবে বাইরে মেরে নষ্ট করেন টেকনাফের ৭নং জার্সিধারী মিডফিল্ডার। শক্তিশালী চকরিয়া প্রথমার্ধ শেষ করে ২-০ গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দূর্বল টেকনাফের বিরুদ্ধে আরও আগ্রাসী হয়ে উঠে চকরিয়া। ম্যাচের ৪৪ মিনিটে বদলী ভুট্টোর ডিফেন্স ছেড়া পাস থেকে আরিফ প্লেসিং শটে তিন নম্বর গোলটি করেন। ৫৪ মিনিটে অফ সাইড ট্র্যাপ ভেদ করে ৪-০ গোলে চকরিয়াকে এগিয়ে দেন পলাশ।

ম্যাচের শেষ ক্ষণে ৫৬ ও ৫৮ মিনিটে অধিনায়ক আবছার বুলেট গতির শটে পর পর দু’গোল করে টেকনাফকে ৬-০ গোলের লজ্জায় ভাসান শিরোপা প্রত্যাশী চকরিয়া।

এ জয় নিয়ে কক্সবাজার জেলার আট উপজেলা দলের এই টুর্নামেন্টে চকরিয়া পৌঁছে গেছে কাঙ্খিত সেমিতে।

আর নক্ আউট পদ্ধতির এই টুর্নামেন্টে এক ম্যাচ খেলেই বিদায় নিয়েছে টেকনাফ।

এদিকে এর আগে নতুন ভবন, নতুন প্যাভেলিয়ন ও নতুন মাঠে উত্সব মুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলী হোসেন।

বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শ্যামল কুমার নাথ, রাজনীতিবিদ রেজাউল করিম, স্পন্সরকারী প্রতিষ্ঠান সেভেন রিংসের কর্মকর্তা আসাদুল হক, সেভেন রিংসের জেলা ডিস্ট্রিবিউটর ও নুসরাত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শাহজাহান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন, অধ্যক্ষ জসমি উদ্দিন, বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু, হারুনর রশিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি ও চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী, সহ-সভাপতি আলমগীর হোসাইন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ডিএসএ সদস্য রাশেদ হোসাইন নান্নু।

আজকের খেলা: উখিয়া বনাম পেকুয়া

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/