সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দর্শকদের ভোটে সেরা মাশরাফি

দর্শকদের ভোটে সেরা মাশরাফি

‘কুল-বিএসপিএ দ্য রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড’ হাতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবিঃ সংগৃহীত

শনিবার আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে ২০১৩ ও ২০১৪ সালের সেরা ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

বিএসপিএ দর্শকদের ভোটের মাধ্যমে আয়োজন করে ‘দ্য রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড’ এর। সেখানে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ফুটবল তারকা মামুনুল ইসলাম এবং গলফার সিদ্দিকুর রহমানকে পেছেন ফেলে দর্শকদের ভোটে ‘কুল-বিএসপিএ দ্য রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার আডিটোরিয়ামে দেশসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

২০১৩ সালের এসএ মহসিন ট্রফি (বর্ষসেরা ক্রীড়াবিদ) এর পুরস্কার জিতেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে এই পুরস্কার পান আবদুল্লাহ হেল বাকি। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেশের নাম উজ্জ্বল করা ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়।

এক নজরে ২০১৩ সালের পুরস্কার পাওয়া ক্রীড়াবিদঃ

১. বর্ষসেরা ক্রীড়াবিদঃ         মুশফিকুর রহিম

২. সেরা ক্রিকেটারঃ             সোহাগ গাজী

৩. সেরা ফুটবলারঃ             মামুনুল ইসলাম মামুন

৪. সেরা আরচারঃ               ইমদাদুল হক মিলন

৫. সেরা সাঁতারুঃ               মাহফুজুর রহমান সাগর

৬. সেরা দাবাড়ুঃ                ফাহাদ রহমান

৭. সেরা ভারোত্তলকঃ         জহুরা আক্তার রেশমা

৮. সেরা কোচঃ                 মারুফুল হক (ফুটবল)

৯. সেরা সংগঠকঃ             কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর)

১০. সেরা পৃষ্ঠপোষকঃ       এক্সিম ব্যাংক লিমিটেড

১১. সেরা উদীয়মানঃ         মুমিনুল হক (ক্রিকেট)

১২. বিশেষ সম্মাননাঃ         গোলাম সারোয়ার টিপু

২০১৪ সালের পুরস্কার পাওয়া ক্রীড়াবিদঃ

১. বর্ষসেরা ক্রীড়াবিদঃ       আবদুল্লাহ হেল বাকি

২. সেরা ক্রিকেটারঃ             মুশফিকুর রহিম

৩. সেরা ফুটবলারঃ             নাসিরউদ্দিন চৌধুরী

৪. সেরা হকি খেলোয়াড়ঃ   হাসান যুবায়ের নিলয়

৫. সেরা কোচঃ                   গোলাম রব্বানী ছোটন (ফুটবল)

৬. সেরা সংগঠকঃ               মনজুর কাদের

৭. সেরা পৃষ্ঠপোষকঃ           ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

৮. সেরা উদীয়মানঃ             হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (ফুটবল)

৯. বিশেষ সম্মানাঃ                 মিউরেল গোমেজ

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/