সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দু’ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ : জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ নারী দলের অনায়স জয়

দু’ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ : জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ নারী দলের অনায়স জয়

Sports Kricetএম.আর মাহবুব; কক্সভিউ:

টি-টুয়েন্টি নারী ক্রিকেট দলের নতুন স্কিপার জাহানারার অভিষেকটা ভালোই হলো। বাংলাদেশের পুরুষ-নারী ক্রিকেট দলের লাকী গ্রাউন্ড খ্যাত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যুতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭ নভেম্বর সালমার বদলে জাহানারার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাট বল ফিল্ডিংয়ে একছত্র আধিপত্য দেখিয়ে ৩৫ রানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে। এ জয় নিয়ে বাংলাদেশ সফরত জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিরুদ্ধে দু’ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ১-০ তে এগিয়ে গেছে।

এদিকে ১৭ নভেম্বর সকালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দু’ওপেনার আয়েশা রহমান শোকতারা ও শারমিন ৭৬ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান। দলীয় ৭৬ রানে শারমিন ৪৫ বলে ধৈর্য্যশীল ৩৫ রান করে রান আউটের শিকার হন। এরপর ওয়ান ডাউন ব্যাটসম্যান ফারজানা হককে সাথে নিয়ে মারমুখী ৪৯ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ১৯.৫ বলে আউট হবার আগে শোকতারা ৫৪ বলে ৫০ রানের দৃষ্টিনন্দন হাফ সেঞ্চুরি হাকান।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যক্তিগত প্রথম এই হাফ সেঞ্চুরীতে শোকতারা পাঁচটি বাউন্ডারী হাকিয়েছেন। ওয়ান ডাউনে নামা ফারজানা হক করেছেন মাত্র ২১ বলে মারমুখী ৩২ রান। শেষ পর্যন্ত পুরো ওভার খেলে বাংলাদেশের পুঁজি ৩ উইকেটে ১২৫ রান। নারীদের টি টুয়েন্টিতে এ পুঁজি লড়াই করার মতো। হয়েছেও তাই। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে জিম্বাবুয়ের নারীরা ৮ উইকেটে ৯০ রানে বুকড্ হয়ে যায়। দলের পক্ষে শর্ন মেয়ার্স ২৯, এমলিলো ১৯ ও মুসোন্দো অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে স্পিনার রুমানা আহমেদ, তাঁর মায়াবী স্পিন ভেল্কিতে জিম্বাবুয়ের তিনটি উইকেট দখল করেন। এছাড়া সালমা দু’টি, পান্না ঘোষ ও শায়লা একটি করে উইকেট দখল করেন।

অন্যদিকে দু’দলের মধ্যকার দু’ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/