সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ধলিরছড়ায় বিভাগীয় বন কর্মকর্তার বাগান ও নার্সারী পরিদর্শন

ধলিরছড়ায় বিভাগীয় বন কর্মকর্তার বাগান ও নার্সারী পরিদর্শন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার মেহের ঘোনা রেঞ্জের ধলিরছড়া বিটের বাগান, নার্সারী পরিদর্শন করেছেন। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

১৭ সেপ্টেম্বর সকালে বিভাগীয় এই বন কর্মকর্তা কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের ধলিরছড়া বিটের বিভিন্ন বাগান, নার্সারি পরিদর্শন করেন। তিনি সুফল প্রকল্পের অধীন ২০২১/২২ সনে সৃজিত ২০.০ হেঃ এফ জি এস বাগান, ১৫ হেঃ এস জিএস বাগান ২০২০/২১ সনে সৃজিত ২০.০ হেক্টর এসজিএস বাগান ২০১৯/২০ সনে সৃজিত ৪০.০ হে এফজি এস বাগান ও ২০২২/২৩ সনে ৩৫.০ হেঃ এনরিচমেন্ট বাগান সৃজনের জন্য উত্তোলিত নার্সারি এবং পরিচালনা ব্যয় খাতের ২০২১/২২ সনে সৃজিত ১০.০হেক্টর সল্পমেয়াদী বাগানও পরিদর্শন করে।

এই সময় উপস্থিত ছিলেন, মেহেরঘোনা রেঞ্জের চৌকস কর্মকর্তা রিয়াজ রহমান,সদর বিট কর্মকর্তা, ধলিরছড়া বিট কর্মকর্তাসহ স্টাফ এবং ভিলেজারগণ। বাগান দেখে সন্তোষ প্রকাশ করেন ও বাগানের সফলতা কামনা করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/