সাম্প্রতিক....
Home / জাতীয় / নির্বাচন পেছানোর আর সুযোগ নেই: সিইসি

নির্বাচন পেছানোর আর সুযোগ নেই: সিইসি

অনুষ্ঠানে রিটার্নিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর অার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

১৩ নভেম্বর, মঙ্গলবার সকালে রাজধানীর অাগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারদের উদ্দেশে সিইসি এ কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা হবে ইসির মাপকাঠি। ব্যক্তিগত ব্যর্থতার দায়ে যেন নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ না হয়। এবারের নির্বাচনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে কমিশন। সরকার বহাল থেকে নির্বাচন সুষ্ঠু সম্ভব, সেটা প্রমাণ হবে।

রিটার্নিং অফিসারদের উদ্দেশে নূরুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো হাত থাকে না। সব দায়িত্ব আপনাদের। ইসির গুরুত্বপূর্ণ অংশ রিটার্নিং কর্মকর্তারা। আন্তরিকতার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করলে আপনাদের ওপর মানুষের সন্দেহ তৈরি হবে না।’

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের নিরপেক্ষ থাকারও আহ্বান জানান সিইসি।

জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের কথা ছিল।

জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর, সোমবার আবার তফসিল নির্ধারণ করে ইসি।

পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

সূত্র:প্রদীপ দাস-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/