সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ার মগনামায় গোলাগুলি ঘটনায় মামলায় ইউপি চেয়ারম্যানসহ আসামী ২৯ : গ্রেপ্তার ৪

পেকুয়ার মগনামায় গোলাগুলি ঘটনায় মামলায় ইউপি চেয়ারম্যানসহ আসামী ২৯ : গ্রেপ্তার ৪

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা বাজারে নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালিয়ে শিশু, স্কুল-কলেজ ছাত্র, ব্যবসায়ী ও পথচারীসহ ১৪ জনকে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, হামলা, ভাংচুর, লুটপাট, সংঘর্ষ, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমসহ ২৯জনকে আসামী করা হয়েছে।

 রবিবার (৪জুন) রাতে দায়ের করা মামলার এজাহারীনামীয় আসামীর মধ্যে দুইজন ও অজ্ঞাত আরো দুইজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ দাবি করেছে। শনিবার রাত ও রবিবার সকালে সংগঠিত ঘটনায় মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার আসামীরা সবাই বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী। গ্রেপ্তারকৃতরা হলেন-নেজাম, সেলিম, আশরাফ ও জামাল বাদি এজাহারে দাবী করেছেন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম দীর্ঘদিন যাবৎ ফুলতালা ষ্টেশনে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রশাসন কোন আইনগত ব্যবস্থা না নেয়ায় তাদের অপকর্ম দিন দিন বেড়েই চলে।

এরই ধারাবাহিকতা গত শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে ফুলতালা বাজারে আধিপত্য বিস্তার করতে গেলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফুলতলা বাজারে নির্বিচারে এলোপাতাড়িভাবে গুলি চালায়। এসময় আহত হয় শিশু, স্কুল ছাত্রসহ ১৫জন।

মামলার অপর আসামীরা হলেন- মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে আলী আকবর, মৃত নুরন্নবীর ছেলে জয়নাল আবদিন, কাজী মার্কেট এলাকার মাঈনুল হকের ছেলে আশফাকুর ইসলাম লিটন, সিকদার বাড়ির ছলিম উল্লাহর ছেলে সাজিব, আফজলিয়া পাড়ার মৃত বদিউর রহমানের ছেলে আহমদ কবির রজক, আনোয়ার হোসেনের ছেলে সোনা মিয়া, আশরফ মিয়ার ছেলে গুরা মিয়া, মৃত বদিউর রহমানের ছেলে আবু ছৈয়দ, আশরাফ মিয়ার ছেলে ফারুক, কালার পাড়া এলাকার বশির আহমদের ছেলে হারুনুর রশিদ মানিক, মৃত জাফর আলমের ছেলে কলিম উল্লাহ, উলা মিয়া ছেলে নাজেম উদ্দীন, মৃত নুরুন্নবীর ছেলে আমির হোসেন, আবুল হোসেনের ছেলে মকবুল আহমদ, ছিদ্দিক আহমদের ছেলে আরকান, লাল মিয়ার ছেলে আশরাফ মিয়া, মৃত বদিউর রহমানের ছেলে হুমায়ুন কবির, মৃত রোস্তম আলীর ছেলে আবুল হোসেন, মৃত লাল মিয়ার ছেলে বসরত আলী, আমিনুল হকের ছেলে মাহমুদুল করিম, মাহাদু, মৃত আব্দু সত্তারের ছেলে মো. মাহাদু, মো বাদশার ছেলে শফিউল আলম, মো আবুর ছেলে দেলোয়ার, নুরুল ইসলামের ছেলে নেজাম, মৃত সাচি মিয়ার ছেলে আবুল কাশেম, মৃত ছৈয়দ আহমদের ছেলে নুর মোহাম্মদ বদ, মৃত কবির আহমদের ছেলে জসিম উদ্দীন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দু’জন এজাহারনামীয় আসামী অপর দুজন অজ্ঞাতনামা আসামী। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম মাত্র কয়েক বছরের মধ্যেই বিত্তশালী হয়েছেন। প্রচার রয়েছে দন্ডপ্রাপ্ত মানবতাবিরোধী এক অপরাধীর দীর্ঘদিন বডিগার্ড ছিলেন। ওই অপরাধীর কক্সবাজারস্থ একটি প্রতিষ্টানে কর্মচারীর দায়িত্বও পালন করেন ওয়াসিম। বিভিন্ন এলাকার প্রভাবশালীদের নিয়ে সিন্ডিকেট করে সড়ক ও নৌ-পথে ইয়াবা পাঁচারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। এরই ধারাবাহিকতায় এলাকায় সশস্ত্র বাহিনী গড়ে তুলে মানুষের বাক স্বাধীনতা হরণের চেষ্টা চালায়। অবশেষে গোলাগুলির ঘটনায় রবিবার তাকে প্রধান আসামী করে থানায় মামলা হয়। যদিও এর আগে মগনামা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা বাদি হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি নালিশী অভিযোগ করলেও ওই অভিযোগটি ফাইল চাপা পড়ে আছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/