সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় প্রতিপক্ষের হামলা, স্কুল ছাত্রীসহ আহত-৫

পেকুয়ায় প্রতিপক্ষের হামলা, স্কুল ছাত্রীসহ আহত-৫

প্রতিকী ছবি

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মৌসুমী ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হালায় স্কুল ছাত্রীসহ অন্তত ৫জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮টায় শিলখালী ইউনিয়নের আলেকদিয়াকাটা ছৈয়দ নগর এলাকায়।

জানা যায়, একই এলাকার মৃত নরুজ্জামান এর পুত্র আহমদ ছবি গং ও মোঃ ইসহাকের পুত্র মোঃ সেলিম গং এর সাথে দীর্ঘ কয়েক মাস পূর্ব থেকে বারবাকিয়া মৌজার ১৩৩১ খতিয়ানের ১১.৬২একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুরো মৌসুমে আহমদ ছবি গং ৪ একর ধানি জমিতে বুরো চাষ করে।

এদিকে মৌসুমী পাকা বুরো ধান কেটে নিতে লোলুপ দৃষ্টি দেয় প্রতিপক্ষ ও ভূমিদস্যু সেলিম গং। বিষয়টি নিয়ে ৩মাস পূর্বে ২১ জানুয়ারী পেকুয়া থানায় আহমদ ছোবহান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ৭৬৭/১৭ইং।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টায় সেলিমের নেতৃত্বে রেজাউল করিম, রিদুয়ানুল হক, আকবর আহমদে পুত্র আব্দুল মন্নান, মোকাদ্দেছুর রহমান, মোঃ ইসহাকের পুত্র সেলিম উদ্দিন, কবির আহমদরে পুত্র মাহাফুজ, মৃত ওবাইদুল হকের পুত্র বাবুল, ছিদ্দিক আহমদের পুত্র সাহাব উদ্দিন সহ ভাড়াটিয়া ১০/১৫ জনের লাঠিয়াল বাহিনী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিত ভাবে আহমদ ছবি গং এর ভোগ দখলীয় জমির বুরো ধান কেটে লুট করা চেষ্টা চালায়। এসময় আহমদ ছবি গং এর লোকজন তাদের বাধা দিলে প্রতি পক্ষের মোঃ সেলিম গং এর লোকজনসহ ভাড়াটিয়ারা ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতংক ছড়িয়ে দেয়। ধারালো অস্ত্র দিয়ে আহমদ ছবি গং এর লোকদের উপর হামলা চালায়। হামলায় স্কুল ছাত্রীসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন গোলাম ছোবহানের স্ত্রী লাইলা বেগম (৪৫), মিজানুর রহমানের স্ত্রী নুর আয়েশা বেগম (৩০), ফজল কাদেরের স্ত্রী জিগারু বেগম (৩০), গোলাম ছোবহানের মেয়ে স্কুল পড়ুয়া ৯ম শ্রেণীর ছাত্রী তৈয়বা জন্নাত ও ৫ম শ্রেণীর ছাত্রী সারমিন আকতার। আহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। আহত নুর আয়েশার স্বামী মিজানুর রহমান বলেন একাধিকবার বিরোধীয় জমির বিষয়ে বৈঠক করা হলেও প্রতি পক্ষ সেলিম গং এর লোকজন বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে তা এড়িয়ে চলে।

এছাড়া প্রতিনিয়ত জমি দখল সহ প্রাণ নাশের হুমকী অব্যাহত রেখেছে। এব্যাপারে পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।

পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিখিত অভিযেগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/