সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা : বোরখা বাহিনীর প্রধান গ্রেফতারে এলাকায় উল্লাস

পেকুয়ায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা : বোরখা বাহিনীর প্রধান গ্রেফতারে এলাকায় উল্লাস

Handcaff - Shagir  26-10-2015 (news & 1pic) f1এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যা পরবর্তী সময়ে মো. ইউনুচ (২৪) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় ১২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা রুজু করা হয়েছে। রোববার রাতে নিহত যুবক ইউনুচের বড় ভাই আবদু শুক্কুর বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং ২১। পুলিশ এ ঘটনায় এজাহার নামীয় ২আসামীকে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. জমির হোসেন ও গিয়াস উদ্দিন খোকন। তারা ২ জনই টইটং ইউনিয়নের বাসিন্দা। মামলার অন্য আসামীরা হলেন, নাছির উদ্দিন, শাকের, হেলাল উদ্দিন, মো. ইসমাইল, জয়নাল আবেদীন চম্পাইয়া, বাবুল, সাইফুল্লাহ, সাইফুল্লাহ (২), মো. কালু ও জমির। আসামীদের সবার বাড়ি টইটং ইউনিয়নের বটতলী, খুইন্যাভিটা ও আশেপাশের এলাকায়।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে যুবক মো. ইউনুচ টইটং বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্গম পাহাড়ি বটতলীর আলম মিয়ার ঝিরি এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উতপেতে থাকা একই মামলার আসামীরাসহ আরো কয়েকজন ইউনুচের পথরোধ করে। এরপর তারা ইউনুচকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও লাঠি দিয়ে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কোপায়। ঘটনার সংবাদ আহতের শোরচিত্কারে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় আহত ইউনুচকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মো. আবদুর রকিব জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এদিকে টইটং ও বারবাকিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকার ত্রাস, আলোচিত বোরখা বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন ওরফে খোকন অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। রোববার রাতে পেকুয়া থানার ওসি আবদুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ টইটংয়ের দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত খোকন টইটং ইউনিয়নের খুইন্যাভিটা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

পেকুয়া থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত বোরখা বাহিনীর প্রধান খোকনের বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, বনদূস্যতা ও অপহরনের অভিযোগে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত শুক্রবার রাতেও বোরখা বাহিনীর হামলায় টইটং ইউনিয়নের আলম মিয়ার ঝিরি গ্রামের ইউনুচ নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। এ ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলার ও ২ নং আসামী বোরখা বাহিনীর প্রধান খোকন।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক বছর পূর্বে পেকুয়া উপজেলার টইটং ও বারবাকিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকায় ৫০/৬০ জনের একদল যুবক নিয়ে ‘বোরখা বাহিনী’গঠন করেন বহু মামলার আসামী গিয়াস উদ্দিন ওরফে খোকন। এরপর বোরখা বাহিনী পাহাড়ী এলাকায় কায়েম করে ত্রাসের রাম রাজত্ব। এলাকায় এ বোরখা বাহিনী নামের সন্ত্রাসী গ্রুপ নানা ধরনের অপরাধ সংগঠিত করে খ্যাতি পায় বোরখা বাহিনী নামে। দিন দিন এ বোরখা বাহিনী হয়ে উঠে চরম বেপরোয়া। ভয়ে কেউ তাদের অপকর্মের বিরুদ্ধে খুলতে পারতোনা মুখ। পেকুয়ার বিশাল পাহাড়ি এলাকার মানুষ এ বাহিনীর কাছে হয়ে পড়ে জিম্মি ও অতিষ্ট। এদিকে গতকাল রোববার রাতে পেকুয়ার আলোচিত সন্ত্রাসী বাহিনী বোরখা বাহিনীর প্রধান গ্রেফতারের খবর পেকুয়ার সর্বত্রে ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেছে হাজার হাজার জনতা।

পেকুয়া থানার ওসি মো. আবদুর রকিব জানান, তিনি পেকুয়া থানায় যোগদান করার পর থেকে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় রয়েছেন। ইতিমধ্যেই তিনি পেকুয়ার বেশ কিছু দাগী অপরাধীদের গ্রেফতারে সক্ষমও হন। ওসি আরো বলেন, কোন অপরাধী ও দূর্বৃত্তদের পুলিশ ছাড় দেবেনা। তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয়রা বোরখা বাহিনীর প্রধানকে গ্রেফতার করায় পেকুয়া থানার সাহসী ওসি আবদুর রকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/