সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় সরঃ প্রাঃ বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসবের উচ্ছ্বাসে মাতোয়ারা

পেকুয়ায় সরঃ প্রাঃ বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসবের উচ্ছ্বাসে মাতোয়ারা

Shagir 01-01-2016 (news & 5pic) (2) Shagir 01-01-2016 (news & 5pic) (4)এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া নতুন বছরের বই উৎসবের উচ্ছাসে মাতোয়ারা হয়েছে শিক্ষার্থীরা। ইংরেজী নব-বর্ষের প্রথম দিন ১ জানুয়ারী শুক্রবার সরকারের দেশব্যাপী বই উৎসবের আহবানে সাড়া দিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্টানে আয়োজন করা হয় নানা আয়োজন। এদিন সকাল সাড়ে ৯টায় প্রথম বই উৎসব ও অভিভাবক সমাবেশের আয়োজন করে বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে আয়োজিত জনাকীর্ণ বই উৎসব ও অভিভাবক সমাবেশে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিতের দৃশ্য ছিল লক্ষ্যনীয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারবাকিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ এম. মোস্তাক আহমদ এমইউপি, স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর এমইউপি, বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত কুমার নাথ, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (ওজেএবি)র’ কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, বিদ্যালয় পরিচালনা কমিটির পিটিএ সভাপতি মৌলভী ছরোয়ার কামাল, অভিভাবক হারুন অর রশিদ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন ও ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত জাতি গঠনে বর্তমান সরকারের অপরিসীম অবদান ভূমিকা প্রসংশনীয় উল্লেখ করে বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার বিষয়টিও সরকারের আন্তরিকতার অন্যতম বিরল দৃষ্টান্ত ও নজির। বক্তারা

এসময় শিক্ষা প্রতিষ্টানের অগ্রযাত্রায় অভিভাবক-অভিভাবিকাদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সহযোগীতার হাতও বাড়িয়ে দেয়া উচিৎ মন্তব্য করে বলেন, তাদের এ ভূমিকার সাথে পরিচালনা কমিটির নজরদারী নিয়মানূবর্তিতা, শিক্ষক-শিক্ষিকাদের সহনশীলতা আন্তরিকতা ও এলাকার সচেতন মহলের কর্তব্যপরায়নতা এবং শিক্ষার্থীদের মনোযোগিতার সমন্বয়ের মাধ্যমে শিক্ষিত ও উন্নত জাতি গঠন সম্ভব বলে অভিমত প্রকাশ করেন।

এদিকে পেকুয়ার শিলখালীতে বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসব অনুষ্টিত হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় শিলখালীতে বারবাকিয়া ওয়ারেচীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বই উৎসব অনুষ্টিত হয়েছে। ১জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল জান্নাতের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম.এনামুল হক, সাবেক এসএমসি সভাপতি সামশুল আলম কাদেরী, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন(ওজেএবি)র’ কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সংসদ-কক্সবাজারের কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ, মাষ্টার মোসলেহ উদ্দিন, খতিজাতুল মোকারমা খানম, মোছাম্মৎ মেহেরুন্নেছা, তসলিমাতুল জান্নাত, শারমিন শাহনাজ, মোরশেদ আলম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শের আলী প্রমুখ। নতুন বছরের বই বিতরণী ও অভিভাবক সমাবেশে পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, উপজেলার শিলখালী ইউনিয়নের বারবাকিয়া ওয়ারেচীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার শত ভাগ পাসের কৃতিত্বের সাফল্য দেখিয়েছে। তাদের বিদ্যালয় থেকে প্রাথমিকের সমাপনী পরিক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে এ-প্লাস-৩জন, এ-মানে ২৪জন, এ মাইনেস-২৩জন, বি-ক্যাটাগরীতে-২৭জন, সি-ক্যাটাগরীতে-১৫জন ও ডি-ক্যাটাগরীতে-১জন পরীক্ষার্থী পাসের কৃতিত্ব লাভে পারদর্শীতা দেখিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/