সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পোকখালীর গোমাতলীতে লবণ লুট : বোট জব্দ

পোকখালীর গোমাতলীতে লবণ লুট : বোট জব্দ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় এলাকা পোকখালী ইউনিয়নের গোমাতলীতে লবণ লুটের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশের অভিযানে লবণগুলো পাচার করতে পারেনি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

২৩ জুলাই বিকাল আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে বর্ণিত এলাকার নেচার মেম্বারের ঘাটে।

প্রাপ্ত তথ্যে মতে, ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার একটি গংয়ের প্রচুর লবন “মাঝের ঘোনা” নামক একটি চিংড়ি প্রজেক্টে মজুদ করে রেখেছিল। লবণের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সকাল থেকে লবণগুলো বোটে বোঝাই করছিল। জনসংখ্যা বিহীন এলাকায় বিষয়টি কারো চোখে পড়েনি।

এদিকে বিকালে স্থানীয় চিংড়ি প্রজেক্টের শ্রমিকরা জানতে পেরেছে যে, লবণ গুলো তাদের নয়। প্রকৃত লবণ মালিককে বিষয়টি জানালে তারা তাৎক্ষণিক ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এএসআই নিজাম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বোট নিয়ে ঘটনাস্থলে পৌছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় লবণ লুটকারীরা।

এ ব্যাপারে এএসআই নিজাম উদ্দিনের মতে, লবণসহ বোটটি তাদের হেফাজতে রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈআউবি স্কুল শিক্ষার্থীদের উপর হামলা

    নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : সৃষ্ট ঘটনায় ঈদগাহ হাইস্কুলের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার খবর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/