সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে চকরিয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে চকরিয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

Mukul 13.08.16 news 1pic f1

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তথ্য প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য স্কুলগুলোতে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব” প্রতিষ্ঠা করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি স্কুলে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

শনিবার ১৩ আগস্ট সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের চকরিয়ায় ৬টি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।

চকরিয়া প্রথম পর্যায়ে প্রতিষ্টিত ডিজিটাল ল্যাবগুলো হলো- চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিএমচর উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, দিগরপানখালী উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বহাদ্দরকাটা উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব-উল-করিম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুল আজম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

এতে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, সহকারী প্রোগামার আজিমুল ইসলাম, উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হকসহ ৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/