সাম্প্রতিক....
Home / জাতীয় / বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই হোক অঙ্গীকার

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই হোক অঙ্গীকার

Bangabndhu-2

গভীর শোকের দিন ১৫ আগস্ট। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বরেণ্য রাজনীতিবিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে নৃশংসভাবে হত্যা করে ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল। হত্যাকারীরা সেদিন কেড়ে নিয়েছে বঙ্গবন্ধুর পত্নী বেগম ফজিলাতুননেছা মুজিব, তাদের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পূত্রবধু সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মণি, আরজু মণি, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়সহ মোট ২৬ জনের প্রাণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে তত্কালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমূদ্রে বজ্রকণ্ঠে ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কার্যত এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি স্বাধীনতার ডাক দেন। স্বাধীনতার সংগ্রামে প্রেরণাদায়ী তার সেই ভাষণ বিশ্বসেরা ভাষণগুলোর অন্যতম হিসেবে বিবেচিত। তার আহ্বানে স্বাধীন হয়েছে দেশ। অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই স্বাধীন বাংলাদেশেই কুচক্রীমহলের বুলেট নির্দয়ভাবে কেড়ে নিয়েছে তার প্রাণ। বাংলাদেশ এবং বাঙালি জাতির ইতিহাসে এটা কলঙ্কজনক একটা অধ্যায়।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তার নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারী ঘাতক মহলটি। কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। শেখ মুজিব মৃত্যুহীন প্রাণ, তিনি অমর। যারা বাংলাদেশের মাটি থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল, তারাই নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। শেখ মুজিবুর রহমান রয়ে গেছেন চির ভাস্বর হয়ে। তার স্মৃতি অনেক বেশি শক্তিশালী হয়ে এই বাংলায় আসন নিয়ে আছে। তিনি আসন করে নিয়েছেন বিশ্বের বরেণ্য নেতাদের নামের তালিকায়।

Bangabndhu

শেখ মুজিবুর রহমান বাঙালির অবিসংবাদিত নেতা, এই বাংলার আপামর জনসাধারণের নেতা। তার অবস্থান দলীয় গণ্ডি ও সকল বিতর্কের ঊর্ধ্বে। তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তার ডাকেই ঐক্যবদ্ধ বাঙালি জাতি দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করেছে, বহু ত্যাগ স্বীকার করে অর্জন করেছে স্বাধীনতা। আমরা পেয়েছি নিজেদের স্বাধীন পতাকা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা স্বাধীন জাতি হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছি। আমাদের মনে রাখা প্রয়োজন যে, শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, দলমত নির্বিশেষে তাকে বিবেচনা করতে হবে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে।

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার। তিনি চেয়েছেন একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ। তিনি   আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্বপ্ন আছে। এই মহান নেতার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আজ গোটা জাতির।

জাতীয় শোক দিবসে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য ও অন্যদের স্মৃতির প্রতি আমারা শ্রদ্ধা জানাই। বাংলাদেশে, বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বঙ্গবন্ধু। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলা, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন ও তার স্বপ্নকে সফল করাই হোক আজকের দিনে অঙ্গীকার।

সূত্র:শাহনেওয়াজ risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/