সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বান্দরবানে ভুলু বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় : আটক ২

বান্দরবানে ভুলু বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় : আটক ২

বান্দরবানে ভুলু বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় : আটক ২

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের সদর উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ডিবি পুলিশের কনস্টেবল তোহেল হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ডিবি পুলিশ রাজবিলা ইউনিয়নের স্বর্ণটিলা এবং আমতলী পাড়া এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায়। এ সময় রাজবিলা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইয়াবা সম্রাট ইলিয়াছ ভুলু ওরফে প্রকাশ ইয়াবা ভুলু বাহিনীর সঙ্গে পুলিশের দু’দফায় প্রায় ১০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের কনস্টেবল তোহেল হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া কনস্টেবল মোঃ কামরুল নামে আরও একজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ভুলু বাহিনীর প্রধান মাদক সম্রাট ইলিয়াছ ভুলু (৪১) তার সহযোগী মোঃ রুবেল (৩৯) দু’জন আটক করা হয়েছে। এ সময় আস্তানা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের বান্দরবানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল আলম জানান, ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ইয়াবাসহ দু’সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের দশ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বান্দরবান ও রাঙ্গুনিয়া থানায় ৮টি মামলা রয়েছে। বাহিনীর অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/