সাম্প্রতিক....
Home / জাতীয় / বিকেলে ঢাকায় আসছেন পোপ ফ্রান্সিস

বিকেলে ঢাকায় আসছেন পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসছেন। তিনি ভ্যাটিকান বা হলি সিটির রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি ধর্মীয় অনুষ্ঠানাদিতেও অংশ নেবেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখান থেকে বিকাল ৪টায় পোপ সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকাল ৪টা ৪৫ মিনিটে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন। সেখান থেকে বঙ্গভবনে গিয়ে পোপ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় পোপ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিনে পোপ আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে খিস্ট্র ধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি প্রায় ৮০ হাজার খ্রিস্টভক্তসহ লাখো মানুষের সমাবেশে বক্তৃতা করবেন। বেলা ৩টা ২০ মিনিটে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকাল ৪টায় তিনি কাকরাইলে চার্চে যাবেন।

এছাড়া সফরের শেষদিন শনিবার সকাল ১০টায় পোপ তেজগাঁও মাদার তেরেসা হাউজে যাবেন। সেখানে খ্রিস্ট ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর দুপুর পৌনে ১২টায় হলি রোজারি চার্চে যাবেন। এরপর বেলা ৩টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন বিকাল ৫টায় পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এর আগে পোপ ফ্রান্সিসের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘সরকার ও স্থানীয় ক্যাথলিকমণ্ডলীর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফর করার কর্মসূচি গ্রহণ করায় আমি মহামান্য পোপের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তার এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও ঘনিষ্ঠ হবে বলে আমার বিশ্বাস।’

এদিকে পোপের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা। সরকারের পাশাপাশি খ্রিস্ট ধর্মীয় সম্প্রদায়ের পক্ষ থেকেও পোপের সফরকে মসৃণ করতে চলছে নানা রকম প্রস্তুতি।

 

 

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/