সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বিপিএলের উদ্বোধনীতে বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন সনু নিগম

বিপিএলের উদ্বোধনীতে বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন সনু নিগম

এসে গেলো সেই মাহেন্দ্রক্ষণ। রোববার সন্ধ্যায় উৎসবে মাতবে হোম অব ক্রিকেট মিরপুর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিপিএলের সপ্তম আসরের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

গেল বিপিএলের ‘থিম সং’ গান ভারতের নামি সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। এবার গাইবেন দেশটির আরেক স্বনামধন্য শিল্পী সনু নিগম। তবে ‘থিম সং’-এ কণ্ঠ মেলাবেন না তিনি। উপমহাদেশের তুমুল জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী গাইবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা গান। শনিবার পড়ন্ত বিকালে এ তথ্য দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

এবারের বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আনুষ্ঠানিক ঘোষণার পর পরই শুরু হবে বর্ণালি আতশবাজি। ১০ মিনিট ধরে চলবে রঙের খেলা। এরপর মঞ্চে আসবেন সনু। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান দিয়েই পরিবেশনা শুরু করবেন তিনি।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/