সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মল-মূত্র খেয়ে কৃষকদের প্রতিবাদ!

মল-মূত্র খেয়ে কৃষকদের প্রতিবাদ!

খরা মোকাবেলায় সরকারি সহায়তায় ও কৃষি ঋণের দাবিতে ভারতের তামিল নাড়ু রাজ্যের কৃষকরা অভিনব প্রতিবাদে রাস্তায় নেমেছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাজধানী দিল্লির জন্তর মন্তরে বোতলে সংগৃহীত মূত্র পান করে তারা কেন্দ্র সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করেছে।

শুধু তাই নয়, দাবি পূরণ না হলে কৃষকরা পরবর্তী পদক্ষেপ হিসেবে মল খাওয়ারও ঘোষণা দিয়েছে। কৃষকদের অন্দোলনের এই কর্মসূচি দেখে রাজধানী দিল্লির সুটেট-বুটেট পথচারীরা চরমভাবে বিব্রত হচ্ছেন।

আন্দোলনে যোগ দেয়া এক সমর্থক কৃষক বলেন ‘তারা (পুলিশ) চাইলে আমাদের আটক করতে পারে। কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

রাজধানীতে আসার পর কৃষকেরা তাদের আন্দোলনের অভিনব অনেকটা পাগলাটে কর্মসূচির জন্য ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে গেছে। নগ্ন হয়ে প্রতিবাদ, আত্নহত্যাকারী কৃষকের মাথার খুলি নিয়ে সমাবেশ, ইঁদুর ও সাপ মুখে নিয়ে বিক্ষোভ, প্রতীকী শবযাত্রা, নিজ শরীরে আঘাতের মত উদ্ভট কর্মসূচি পালন করেছে কৃষকরা।

ন্যাশনাল সাউথ-ইন্ডিয়ান রিভার্স লিঙ্কিং ফারমারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পি আয়াক্কান্নু বলেন, ‘তামিল নাড়ুতে পান করার জন্য আমরা পানি পাচ্ছি না। কিন্তু প্রধানমন্ত্রী মোদী আমাদের তৃষ্ণাকে অবজ্ঞা করেই যাচ্ছেন। তাইতো নিজেদের মূত্রদিয়েই আমাদের তৃষ্ণা মেটাতে হচ্ছে।’

আন্দোলনকারী ৬৫ বছর বয়সী পালানিচ্যামাই বলেন, নিজেদের বর্জ্য পান কিংবা ভক্ষণ এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। কিন্তু সরকারেরও কি লজ্জা করা উচিত নয় যে কৃষকদের এরকম ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে তারা। যদি মোদী এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি নিয়ে আলোচনা করে তবেই এ ধরনের কর্মসূচি থেকে ফিরে আসা সম্ভব।’ খবর- হিন্দুস্তান টাইমস।

সূত্র:মনিরুল ইসলাম/deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/