সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মহেশখালীর মন্দির থেকে মূর্তিসহ মালামাল চুরি

মহেশখালীর মন্দির থেকে মূর্তিসহ মালামাল চুরি

Mukul 31.07.2016 news 2pic (2)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের মূর্তিসহ মালামাল চুরি হয়েছে। রবিবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারন সম্পাদক রতন ভট্টচার্য্য জানান, প্রতিদিনের মতো পুজারী তপন ভোরে কালারমারছড়া বাজারের পুর্ব পার্শ্বে অবস্থিত কালি মন্দিরে পূজা দেয়ার জন্য যায়। এসময় মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙ্গা। সাথে সাথে তিনি চিৎকার দিলে মন্দিরের আশে-পাশে বসবাসরত বাসিন্দারা ছুটে আসেন।

মন্দির কমিটির সভাপতি সনজিৎ মহাজন জানান, চুরির ঘটনার পর মন্দিরে প্রবেশ করে দেখি সাড়ে ৭ কেজি ওজনের কালির পিতলের মূর্তি,ভোগের থালা, ঘট, ঢোল, পিথলের বিভিন্ন সামগ্রী সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নেই। সাথে সাথে আমরা বিষয়টি পুলিশকে জানায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল বণিক বলেন, সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরি যাওয়া মূর্তিসহ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/