সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় ভোগ‍্যপণ‍্য

রামুতে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় ভোগ‍্যপণ‍্য

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Bazar-Kamal-5-10-21.png?resize=540%2C302&ssl=1

রামুতে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় ভোগ‍্যপণ‍্য

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারসহ উপজেলার প্রতিটি বাজারে লাগামহীন চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল। কেজি ৫০টাকার কমে গ্রামাঞ্চলের বাজারগুলোতে সবজি ক্রয় করতে পাচ্ছেন না সাধারণ মানুষ।

রামুর জোয়ারিয়ানালা বাজার, পানিরছড়া বাজার, ঈদগড় বাজারসহ আরো বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা ৬০, বেগুন ৬০, মুলা ৬০, কাঁচা মরিচ ২০০টাকা বিক্রি হচ্ছে।

ঈদগড় বাজারের সবজি ব্যবসায়ী মোঃ জাকের জানান, বাজারে সবজির দাম চড়া।

জোয়ারিয়ানালা এলাকার দিন মজুর শামশুল আলম বলেন, সারাদিন ৩শ থেকে ৪শ টাকা কামাই তারমধ্যে সবজি কিনতেই খরচ হয় ২০০/২৫০ টাকা।

সরকারিভাবে যদি খোলা বাজারে ভোগ্যপণ্য বিক্রয় করা হতো, তাহলে আমরা উপকৃত হতাম।

এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারির আভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতারা সরকার নির্ধারিত দর অমান্য করে কিছুটা নিজের (চড়া) দামে বিক্রি করছে।

ফলে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষরা ওই দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

বাজার মূল্য নিয়ন্ত্রণে হাট ও বাজারে অভিযান পরিচালনা দরকার বলে মনে করছেন এলাকার খেটে খাওয়া মানুষ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/