সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে প্রবারণা পূর্ণিমায় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সংবর্ধনা ও ফানুস উত্সব ২৮ অক্টোবর

রামুতে প্রবারণা পূর্ণিমায় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সংবর্ধনা ও ফানুস উত্সব ২৮ অক্টোবর

Meetingনিজস্ব প্রতিনিধি, রামু:

রামুতে ধর্মীয় আচার ও মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধদের শুভ প্রবারণা। এ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে রামুর মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়া যুব সমাজ। ওই দিন ভোর ৬টায় বৌদ্ধ বিহারে বুদ্ধ পূঁজাদান, সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় অষ্টশীল গ্রহণ, দুপুর দেড়টায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, ২টায় বুদ্ধের অস্থি ও ধাতুর প্রদর্শন, ৩টায় রথযাত্রা ও বিকাল ৪টায় পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সরকার কর্তৃক একুশে পদক প্রাপ্ত ও সম্প্রতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক উপ-সংঘরাজ উপাধিতে ভুষিত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সংবর্ধনা অনুষ্ঠানে রামু কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদ প্রধান আলোচক, রামু আর্যবংশ ভিক্ষু সংস্থা’র মহাসচিব ভদন্ত প্রিয়রত্ন থের ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় থের স্বাগত বক্তা, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ুয়া, রামু থানা অফিসার আনচার্জ মোঃ আবদুল মজিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, ফার্ম পিএনএফ লিঃ ম্যানেজিং ডিরেক্টর পান্নালাল বড়ুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডঃ অরূপ বড়ুয়া তপু, রামু বিজয় মেলা উদযাপন পরিষদ-২০১৪ ইংরেজি’র মহাসচিব তানভীর সরওয়ার রানা, কক্সবাজার জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, দৈনিক কক্সবাজার বার্তা’র নির্বাহী সম্পাদক দুলাল বড়ুয়া, রামু কেন্দ্রীয় যুব পরিষদের আহবায়ক রজত বড়ুয়া রিকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেন জানিয়েছেন, সংবর্ধনা উদযাপন পরিষদের সভাপতি লিমন বড়ুয়া ও সাধারণ সম্পাদক সাজীব বড়ুয়া।

সন্ধ্যা ৬টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ফানুস উত্তোলন উত্সব। সাড়ে ৬টায় বৌদ্ধ বিহারে হাজার প্রদীপ প্রজ্জ্বলন, ৭টায় অষ্টশীল গ্রহণ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ করা হবে বলে জানান মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়া যুব সমাজ নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/