সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মীভূত

লামায় অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মীভূত

সংগৃহীত ছবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সুত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেয়াজুপাড়া বাজারের প্রবেশ মুখে ব্রীজ সংলগ্ন নূরুল ইসলাম প্রকাশ বৈদ্যর চায়ের দোকান হতে আগুনের সূত্রপাত। গতরাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার সময় অসতর্ক অবস্থায় চুলার আগুন পরিপূর্ণ ভাবে নিভিয়ে যায়নি। গভীর রাতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুনের পোড়া গন্ধ পেয়ে জেগে উঠে আগুন নেভানোর অনেক চেষ্টা করলেও আগুন নেভাতে পারেনি।

এসময় আছাফুর রহমানের দর্জির দোকান, নুরুল ইসলামের চায়ের দোকান, মেনরুং মুরুং কীটনাশকের দোকান ও গিয়াস উদ্দিনের মুদি দোকানে সম্পূর্ণ আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানায়, আছাফুরের দর্জি দোকানে প্রায় তিন লক্ষাধিক টাকার কাপড় ও চারটি সেলাই মেশিন, মেনরুং মুরংয়ের বীজ ও বিষের দোকানের নগদ টাকা ও প্রায় দূই লক্ষাধিক টাকার মালামাল, গিয়াস উদ্দীনের মুদির দোকানে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও ৪টি দোকানে ৬টি সৌর বিদ্যুৎ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ৪টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

রাত ৩টায় সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া সহায়তার আশ্বাস দেন।

এদিকে আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি সরই এলাকায় পরিদর্শনে আসার কথা রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/