সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / শততম টেস্ট জয়ের অনুপ্রেরণায় গল টেস্টের পরাজয়

শততম টেস্ট জয়ের অনুপ্রেরণায় গল টেস্টের পরাজয়

প্রথম টেস্টে ২৫৯ রানে হারের পর দ্বিতীয় টেস্টেই চার উইকেটের দারুণ জয়। তবে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের গল্পটা শুরু হয়েছিল গলে প্রথম টেস্টের পরাজয় দিয়ে। এমনটাই জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

নিজেদের শততম টেস্টের প্রথম ইনিংসে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও দ্বিতীয় ইনিংসে ভুল করেননি বাঁহাতি এই ওপেনার। খেলেছেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস। ফলটাও মিলেছে হাতেনাতে। ঐতিহাসিক এই টেস্টে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।

ম্যাচশেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম জানালেন, গলে সিরিজের প্রথম টেস্টে ২৫৯ রানে বড় পরাজয়ই দ্বিতীয় টেস্টে জয়ের অনুপ্রেরণা যুগিয়েছে।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি মনে করি, গলে প্রথম টেস্টে হারের পর থেকেই এই জয়টা শুরু হয়েছিল। কোচের সাথে আমাদের দীর্ঘ আলাপ হয়েছে। তার সাথে মিটিংয়ে দলের খেলোয়াড়রা আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। প্রথম ইনিংসে আমাদের বোলাররা যেভাবে বল করেছে তা অবশ্যই ব্যতিক্রমী ছিলো।’

বাঁহাতি এই ড্যাশিং ওপেনার আরও বলেন, ‘যখন আপনি এই ধরণের লক্ষ্য তাড়া করবেন তখন আপনাকে কিছুটা আক্রমণাত্মক হতে হবে। খেলার সময়ও আমি এবং সাব্বির সেই বিষয় নিয়েই আলোচনা করছিলাম, চেষ্টা ছিলো রান বের করার। শেষ শটটা বাদে বাকিগুলো ভালো ছিলো। কোচ আমাদের অনেক সাহায্য করেছে, তাকে পেয়ে আমরা ভাগ্যবান।’

এদিন লঙ্কানদের দেওয়া ১৯১ রান তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য ও ইমরুলকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে সাব্বিরকে নিয়ে দলকে ম্যাচে ফেরান তামিম। সাব্বিরকে নিয়ে ১০৯ রানের জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম।

সূত্র:মুশাহিদ মিশু/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/